দৈনন্দিন জীবনের বাঁধন ভেঙে সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়বেন বিশ্ব ভ্রমণে, এমন স্বপ্ন হয়তো অনেকেই দেখেন। তবে তা পূরণ করতে পারেন কজন!
এনডিটিভির প্রতিবেদন জানায়, এমন ভাবনাই সত্যি করে দেখিয়েছেন ভারতীয় দম্পতি শ্বেতা এবং চর্চিত।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে এ দম্পতি জানান, চাকরি থেকে দুজনই নিয়েছেন ছয় মাসের বিরতি। উদ্দেশ্য ধরাবাঁধা জীবনকে ছুটি দিয়ে যাযাবর জীবনের স্বাদ নেওয়া।
নিজেদের ভ্রমণ বিষয়ক খুঁটিনাটি, অভিজ্ঞতাও ভাগাভাগি করেছেন নেটিজেনদের সঙ্গে। যারা এমন দীর্ঘ ভ্রমণের কথা ভাবছেন তাদেরকে জানান খরচের বিষয়টিও।
শ্বেতা ও চর্চিত এক পোস্টে বলেন, প্রথম মাসের পুরো ভ্রমণে তাদের খরচ হয় ৬৪০০০ হাজার রুপি। খাবার এবং থাকার জায়গায় ব্যয় হইয়েছে খরচের বেশিরভাগ।
ভ্রমণ বিষয়ক দম্পতির এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। নেটিজেনরা সাধুবাদ জানান তাদের এ উদ্যোগোকে।
এ পোস্টের মন্তব্যঘরে একজন লিখেন, ‘জীবন সংক্ষিপ্ত। তাই আগে উপভোগ করুন। চাকরি পরেও আবার করা যাবে।’
অপর একজন লিখেন,'খরচ কমানোর ভালো একটি উপায় হতে পারে একটি আরভি কিনে ফেলা কিংবা পুরনো কোনো গাড়িকে আরভিতে রূপান্তর করে ফেলা।'