পোপ ফ্রান্সিসের দেহে অস্ত্রোপচার হচ্ছে

টিবিএন ডেস্ক

জুন ৭ ২০২৩, ১১:১৭

হার্নিয়া সমস্যা দূর করতে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ ফ্রান্সিস। ছবি: বিবিসি

হার্নিয়া সমস্যা দূর করতে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ ফ্রান্সিস। ছবি: বিবিসি

  • 0

শারীরিক জটিলতা নিয়ে রোমের জেমেলি হসপিটালে ভর্তি হয়েছেন ক্যাথেলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। হার্নিয়া সমস্যা দূর করতে বুধবার বিকেলে ৮৬ বছর বয়সী এই ধর্মগুরুর পেটে অস্ত্রোপচার হবে।

ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের পর সেরে উঠতে ‘কয়েক দিন’ হাসপাতালে থাকবেন পোপ। 

এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, মেডিক্যাল টিম পোপের শারীরিক অবস্থা বিবেচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। 

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেন, ‘পোপের হার্নিয়া সমস্যা বারবার ফিরে আসছে, এটি বেশ বেদনাদায়ক। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

‘বিকেলে তার ল্যাপারোটমি ও অ্যাবডোমিনাল ওয়ালের সার্জারি করা হবে… তাকে জেনারেল অ্যানেস্থেশিয়া দেয়া হবে।’

তিনি বলেন, ‘পোস্ট অপারেটিভ কোর্স শেষ করে পুরোদমে সেরে উঠতে পোপ বেশ কয়েকদিন হাসপাতালে থাকবেন।’

তবে বুধবার সকালে স্বাভাবিক দিনের মতোই ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি তার অস্ত্রোপচার সম্পর্কে কোনো মন্তব্য করেননি। 

পোপ ফ্রান্সিস এর আগের দিন মঙ্গলবার রুটিন চেক-আপের জন্য জেমেলি হাসপাতালে ছিলেন। 

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় কয়েক দফায় হাসপাতালে ভর্তি হন তিনি। ক্রমাগত হাঁটুর সমস্যার কারণে তিনি কেইন ও হুইল চেয়ার ব্যবহার করছেন।

ব্রঙ্কাইটিস নিয়ে গত মার্চেও জেমেলি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ।


0 মন্তব্য

মন্তব্য করুন