‘লেভিটেটিং’র জন্য কপিরাইট মামলার মুখে ডুয়া লিপা

টিবিএন ডেস্ক

আগস্ট ২ ২০২৩, ১৩:৩২

বৃটিশ পপস্টার ডুয়া লিপা। ফাইল ছবি

বৃটিশ পপস্টার ডুয়া লিপা। ফাইল ছবি

  • 0

জনপ্রিয় বৃটিশ-আলবেনিয়ান পপস্টার ডুয়া লিপা তার হিট সলো লেভিটেটিং-এ একটি রেকর্ডিং ব্যবহারের জন্য কয়েক মিলিয়ন ডলার কপিরাইট মামলার সম্মুখীন হয়েছেন। তার বিরুদ্ধে সোমবার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে মামলা করেন অ্যামেরিকান সংগীতশিল্পী বোসকো কান্টে।

বোসকোর দাবি, লিপা অনুমতি ছাড়াই গানটির রিমিক্সে তার টক বক্সের (এক ধরনের তার যা ভোকাল কম্পনকে বাদ্যযন্ত্রের শব্দে পরিণত করে) একটি রেকর্ডিং ব্যবহার করেছেন; যেটি তিনি শুধু মূল রেকর্ডিংয়ে ব্যবহারের অনুমতি পেয়েছিলেন।

মামলায় ২০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেন বোসকো।

রিমিক্সগুলো হলো, ম্যাডোনা ও মিসি এলিয়টের দ্য ব্লেসড ম্যাডোনা রিমিক্স, দ্যবেবি রিমিক্স এবং অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এ ডুয়া লিপার একটি পারফরম্যান্স।

বোসকো এখনও তার দাবির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তার আইনজীবীরা জানিয়েছেন, ডুয়া লিপা এবং তার লেবেল এ ব্যাপারে সহযোগিতা না করায় বোসকো উদ্বিগ্ন। তিনি দ্রুত এর সমাধান চেয়েছেন।

লেভিটেটিং নিয়ে এর আগেও কপিরাইট মামলার মুখোমুখি হয়েছেন ডুয়া লিপা। রেগে গ্রুপ ‘আর্টিকাল সাউন্ড সিস্টেম’র আদালতের একটি অভিযোগ গত জুন মাসে খারিজ করা হয়। গীতিকার স্যান্ডি লিনজার ও এল রাসেল ব্রাউনের দুটি মামলা এখনও চলমান।

ডুয়া লিপা ও তার লেবেল ওয়ার্নার মিউজিক গ্রুপ এখনও বোসকোর দাবির প্রতিক্রিয়া জানায়নি।

লেভিটেটিং ডুয়া লিপার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। এটি ২০২০ সালের অ্যালবাম ‘ফিউচার নস্টালজিয়া’র ট্র্যাক।

বর্তমানে ডুয়া লিপার গান ‘ডান্স দ্য নাইট’ টপ-চার্টে রয়েছে।

এর আগে ২০২১ সালে অনুমতি ছাড়া নিজের ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জির ছবি আপলোড করায় ডুয়া লিপার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন