কুইন্সে ‘কুকুরের গায়ে আগুন দেওয়া’ ব্যক্তির খোঁজে পুলিশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬ ২০২৫, ২৩:০৫ হালনাগাদ: সেপ্টেম্বর ৫ ২০২৫, ১০:১৩

সন্দেহভাজনকে দেখা গেছে ফুটেজে, যেখানে তার গায়ে ছিল মেরুন সুয়েটশার্ট, যার বুকের অংশে ‘পোলো’ লোগো ছিল। ছবি: আইউইটনেস নিউজ

সন্দেহভাজনকে দেখা গেছে ফুটেজে, যেখানে তার গায়ে ছিল মেরুন সুয়েটশার্ট, যার বুকের অংশে ‘পোলো’ লোগো ছিল। ছবি: আইউইটনেস নিউজ

  • 0

আইউইটনেস নিউজের খবরে জানানো হয়, কুকুরটির গায়ে আগুন দেওয়ার কথা অ্যামেরিকান সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েল্টি টু অ্যানিম্যালস-এএসপিসিএকে জানানো হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির অ্যানিম্যাল ক্রুয়েল্টি স্কোয়াড ঘটনাটির তদন্ত করছে।

নিউ ইয়র্ক সিটির কুইন্সে এক ব্যক্তি কুকুরের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ওই ব্যক্তিকে খুঁজছে বাহিনীটি।

আইউইটনেস নিউজ জানায়, সাউথ ওজোন পার্কের ১২৮তম স্ট্রিট ও ১১৬ অ্যাভিনিউ এলাকায় বৃহস্পতিবার ভোর পাঁচটার ঠিক আগে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ওই সময়ে অচেতন একটি কুকুরকে টানতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তিকে। এরপর ব্যক্তিটি প্রাণীটির ওপর অ্যাকসেলারেন্ট ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যান।

আইউইটনেস নিউজের খবরে উল্লেখ করা হয়, কুকুরটির গায়ে আগুন দেওয়ার কথা অ্যামেরিকান সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েল্টি টু অ্যানিম্যালস-এএসপিসিএকে জানানো হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির অ্যানিম্যাল ক্রুয়েল্টি স্কোয়াড ঘটনাটির তদন্ত করছে।

কুকুরটির দেহাবশেষ রয়েছে এএসপিসিএর একটি কেন্দ্রে। তদন্তের অংশ হিসেবে প্রাণীটির ময়নাতদন্ত করা হচ্ছে।

সন্দেহভাজনকে দেখা গেছে ফুটেজে, যেখানে তার গায়ে ছিল মেরুন সুয়েটশার্ট, যার বুকের অংশে ‘পোলো’ লোগো ছিল। এ ছাড়া তার গায়ে ছিল ধূসর রঙের প্যান্ট ও হালকা বাদামী ‘এমসিএম’ ব্যাকপ্যাক।

এ ব্যক্তি সংক্রান্ত যেকোনো তথ্য এনওয়াইপিডির ক্রাইম স্টপার্সের হটলাইন ১-৮০০-৫৭৭-টিআইপিএস (৮৪৭৭) নম্বরে কিংবা ওয়েবসাইটে লগইন করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।