কুইন্সের একটি কনভেনিয়েন্স স্টোরের ভেতরে ঢুকে শনিবার বন্দুক হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ জন।
এবিসি নিউজ জানায়, স্থানীয় সময় রাত ৯ টা ৩০ মিনিটের ঠিক পরে স্ট্রিটের কাছে ব্রায়ারউডের একটি কনভেনিয়েন্স স্টোরে হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা ঐ দোকানের কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। তাদের জ্যামাইকা হসপিটালে ভর্তি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলাকারী ব্যক্তি গুলি চালানোর পর সেখান থেকে দ্রুত পালিয়ে যান। তাকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
গুলি চালানোর উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ কর্মকর্তারা।
এর আগে গত সপ্তাহে এক ঘণ্টার ব্যবধানে কুইন্সে দুজনকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ হামলাকারীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।