গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা যুদ্ধ দুই মাসের জন্য বন্ধের একটি প্রস্তাবে ইসরায়েল রাজি হয়েছে বলে মঙ্গলবার দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এমন দাবি করেন।
প্রেসিডেন্ট জানান, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে অত্যাবশ্যকীয় শর্তগুলোতে সম্মত হয়েছে ইসরায়েল। এ সময়ে সব পক্ষের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে কাজ করবে অ্যামেরিকা।
গাজার নিয়ন্ত্রক দল হামাসের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি মধ্যপ্রাচ্যের মঙ্গলের জন্য হামাসের চুক্তিটি গ্রহণ করা উচিত।’
প্রস্তাবিত চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। হামাস সেটি মানবে কি না, তা নিশ্চিত নয়।
সম্ভাব্য চুক্তির শর্তের বিষয়ে ইসরায়েল কিংবা হামাসের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি।
মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও মিসর চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করবে বলে জানান প্রেসিডেন্ট।
এর আগে গত শুক্রবার ট্রাম্প জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে ‘আগামী সপ্তাহের মধ্যে’ চুক্তি সম্ভব বলে মনে করেন তিনি।
হামাসের সঙ্গে ইসরায়েলের দীর্ঘ যুদ্ধ বন্ধের ইতোপূর্বে নেওয়া উদ্যোগগুলো স্তিমিত হয়ে গেছে। ট্রাম্প নিযুক্ত অ্যামেরিকার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন।
তিনি হামাসকে জীবিত ১০ জিম্মির পাশাপাশি ১৮ জন জিম্মির দেহাবশেষ ফেরত দেওয়ার প্রস্তাব দেন। এর বিনিময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২৫ জন ফিলিস্তিনি, অন্য এক হাজার ১১১ বন্দি এবং ১৮০ জন মৃত ফিলিস্তিনিকে ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয় ইসরায়েলকে।
ইসরায়েল সে প্রস্তাবে সায় দিয়েছিল। বিপরীতে কিছু টীকা ও সংশোধনী পাঠানোর কথা বলেছিল হামাস।
উইটকফ হামাসের এ প্রতিক্রিয়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছিলেন।