সরকারি প্রকল্পে শতভাগ কংক্রিট ব্লক ব্যবহারের দাবি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৩ ২০২৫, ১৩:২৪ হালনাগাদ: ডিসেম্বর ১১ ২০২৫, ৭:০৯

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সদস্যবৃন্দ। ছবি: ইঞ্জিনিয়ার আহসান হাবিরে ফেসবুক থেকে

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সদস্যবৃন্দ। ছবি: ইঞ্জিনিয়ার আহসান হাবিরে ফেসবুক থেকে

  • 0

কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতি জানিয়েছে, উন্নয়ন ও সংস্কারকাজে কংক্রিট ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ প্রকৌশল সংস্থা তা বাস্তবায়নে উদ্যোগী হয়নি। ফলে বাজারে চাহিদা না থাকায় শতাধিক ব্লক কারখানা ক্ষতির মুখে বন্ধ হয়ে যাচ্ছে।

সরকারি নির্মাণকাজে পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের শতভাগ ব্যবহার নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতি।

জাতীয় প্রেস ক্লবে মানববন্ধন শেষে বৃহস্পতিবার সচিবালয়ে দেওয়া স্মারকলিপিতে তারা বলেন, ২০১৯ সালের একটি প্রজ্ঞাপনে ২০২৫ সালের মধ্যে সরকারি সব নির্মাণ, উন্নয়ন ও সংস্কারকাজে কংক্রিট ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ প্রকৌশল সংস্থা তা বাস্তবায়নে উদ্যোগী হয়নি। ফলে বাজারে চাহিদা না থাকায় শতাধিক ব্লক কারখানা ক্ষতির মুখে বন্ধ হয়ে যাচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘সরকারের প্রজ্ঞাপনের ওপর আস্থা রেখে বিনিয়োগ করলেও এখন উদ্যোক্তারা হতাশ। প্রকল্পের রেট অব সিডিউলে ব্লকের দাম অন্তর্ভুক্ত না থাকায় ব্যবহারও বাধাগ্রস্ত হচ্ছে।’

সমিতির দাবি, ২০২৫-২৬ অর্থবছর থেকে সব প্রকল্পে পোড়ানো ইট নিষিদ্ধ করে শতভাগ কংক্রিট ব্লক ব্যবহারের নির্দেশ কার্যকর করতে হবে। পাশাপাশি ব্লক শিল্পকে ‘সবুজ শিল্প’ ঘোষণা ও ব্যাংক ঋণে সহজ শর্ত প্রণয়নের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ২০২৫ সালের মধ্যে সরকারি নির্মাণে পোড়ানো ইটের ব্যবহার পুরোপুরি বন্ধ করা হবে।