বাংলাদেশি পুলিশকে বেধড়ক মারধরের তদন্তে ‘সর্বোচ্চ গুরুত্ব’: নিউ ইয়র্ক সিটি মেয়র

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: মে ২৭ ২০২৫, ২৩:৫৭ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ০:২৭

সিটি হল পার্কে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। ছবি: টিবিএন

সিটি হল পার্কে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। ছবি: টিবিএন

  • 0

সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি থেকে এক স্কুল শিক্ষার্থীকে আইসের গ্রেপ্তারের ঘটনায় তোপের মুখে পড়েন মেয়র।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির সদস্য এক বাংলাদেশি অ্যামেরিকানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

সিটি হল পার্কে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোশাকধারী পুলিশের ওপর যারা হামলা চালাতে পারে, তারা জননিরাপত্তার জন্য ভয়ংকর হুমকি।

সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি থেকে এক স্কুল শিক্ষার্থীকে আইসের গ্রেপ্তারের ঘটনায় তোপের মুখে পড়েন মেয়র।

দায়িত্ব পালন শেষে শনিবার ভোরে বাড়ি ফেরার সময় দুই দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন এনওয়াইপিডির সদস্য নাসির চৌধুরী। ওই সময় দুর্বৃত্তরা মাথা ও চোখে আঘাত করার পাশাপাশি নাসিরের বন্দুক, ওয়ালেট ও মোবাইল ছিনতাই করে।

এ ঘটনার দুই দিন পর ভার্জিনিয়া থেকে টেভিয়ন হারগ্রোভ নামের এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করেে ইউএস মার্শাল অফিস। অন্যজন এখনও পলাতক।

‘দুর্বৃত্তদের অপরাধ ভয়াবহ’

সিটি হলের গ্রিন রুমের পরিবর্তে পাশের পার্কে মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেয়র এরিক অ্যাডামস। সেখানে প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ সদস্যের সঙ্গে যে অপরাধ করেছে দুর্বৃত্তরা, তা ভয়াবহ। দুই দুর্বৃত্তকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

পুলিশের পোশাকের যারা অবমাননা করেছে, তারা যেকোনো ভয়ংকর অপরাধ করতে পারে বলেও মনে করেন মেয়র।

একই বিষয়ে বারবার প্রশ্নে মেজাজ হারান মেয়র

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, গত বুধবার ফেডারেল প্লাজার সামনে থেকে প্রথমবারের মতো আইসের হাতে নিউ ইয়র্ক সিটির স্কুলছাত্র ডাইলানের গ্রেপ্তারের বিষয়ে।

উত্তরে মেয়র জানান, পুরো বিষয়টি সিটির নয়, ফেডারেল সরকারের নির্দেশনায় এমনটি হয়েছে।

এ নিয়ে বারবার সাংবাদিকরা প্রশ্ন করলে একপর্যায়ে মেজাজ হারান মেয়র।

পাল্টা প্রশ্ন করে তিনি সাংবাদিকদের বলেন, তারা আইসকে এ প্রশ্ন করছে না কেন।

সংবাদ সম্মেলনে মেয়র অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী নির্বাচনে জেতার জন্য সাবেক গভর্নর এন্ড্রিউ কুওমো নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন।