নিউ ইয়র্কের হাসপাতাল ছেড়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: মে ২৯ ২০২৫, ১৯:২৩

নাফিস চৌধুরীকে স্বাগত জানাতে হাজির ছিলেন এনওয়াইপিডি কমিশনারসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দুই পাশে লাইনে দাঁড়িয়ে মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান তারা। ছবি: টিবিএন

নাফিস চৌধুরীকে স্বাগত জানাতে হাজির ছিলেন এনওয়াইপিডি কমিশনারসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দুই পাশে লাইনে দাঁড়িয়ে মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান তারা। ছবি: টিবিএন

  • 0

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এনওয়াইপিডি কমিশনার নাফিসকে স্বাগত জানানোর পাশাপাশি তার ওপর হামলাকারী দ্বিতীয় দুর্বৃত্তকেও গ্রেপ্তারের খবর জানান।

চার দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন নিউ ইয়র্ক সিটিতে দুর্বৃত্তদের হামলায় আহত বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ কর্মকর্তা নাফিস চৌধুরী।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে-এনওয়াইপিডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বাংলদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপার সদস্যরা বুধবার তাকে স্বাগত জানান।

ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এনওয়াইপিডি কমিশনার নাফিসকে স্বাগত জানানোর পাশাপাশি তার ওপর হামলাকারী দ্বিতীয় দুর্বৃত্তকেও গ্রেপ্তারের খবর জানান।

মুহুর্মুহু করতালির মাধ্যমে স্বাগত

ব্রঙ্কসের জ্যাকবি মেডিক্যাল সেন্টারের সামনে বুধবার ছিল অন্যরকম উচ্ছ্বাস। হুইল চেয়ারে চড়ে হাসপাতাল থেকে বের হয়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বাংলাদেশি এনওয়াইপিডি কর্মকর্তা নাফিস চৌধুরী।

তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন এনওয়াইপিডি কমিশনারসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দুই পাশে লাইনে দাঁড়িয়ে মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান তারা।

যেভাবে শিকার হন হামলার

দায়িত্ব পালন শেষে শনিবার ভোরে বাড়ি ফেরার সময় দুই দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন এনওয়াইপিডি কর্মকর্তা নাফিস চৌধুরী। ওই সময় দুর্বৃত্তরা তার মাথা ও চোখে আঘাত করার পাশাপাশি বন্দুক, ওয়ালেট ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনার দুই দিন পর ভার্জিনিয়া থেকে টেভিয়ন হারগ্রোভ নামের দুর্বৃত্তকে গ্রেপ্তার করে ইউএস মার্শাল অফিস।

‘নাফিসের স্বপ্ন ছিল এনওয়াইপিডিতে যোগ দেওয়ার’

নাফিসকে শুভেচ্ছা জানাতে আসা পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক হেন্ড্রি জানান, বাংলাদেশ থেকে পাঁচ বছর আগে অ্যামেরিকায় আসা নাফিসের স্বপ্ন ছিল এনওয়াইপিডিতে যোগ দেওয়ার। এ হামলার ঘটনা তাকে শোকাহত করেছে।

ওই সময় দোষীদের শাস্তির মুখোমুখি করা হবে বলে নিশ্চিত করেন তিনি।

নাফিসকে শুভকামনা জানাতে হাসপাতালের সামনে উপস্থিত হন বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।