শুটিং: নিউ জার্সির স্মোকশপে নিহত ১, টেক্সাসে ৯ টিনএজার আহত

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৪ ২০২৩, ১৭:২৯

শুটিং: নিউ জার্সির স্মোকশপে নিহত ১, টেক্সাসে ৯ টিনএজার আহত
  • 0

নিউ জার্সির একটি স্মোক শপে এক তরুণের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।

ড্যানফোর্থ অ্যাভিনিউ ও রোজ অ্যাভিনিউ-এর কাছে অল স্টারস স্মোক শপ নামে ওই দোকানের ভেতর থেকে রোববার রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয় মরদেহটি।

পুলিশের বরাতে এবিসি সেভেন নিউজ জানিয়েছে, নিহতের নাম খলিল কিং। ২৩ বছর বয়সী খলিল নর্থ ক্যারোলাইনার বাসিন্দা। 

স্মোক শপটি আবাসিক ভবনের নিচতলায় অবস্থিত। এর পাশে একটি পাবলিক স্কুল আছে।

কীভাবে খলিল গুলিবিদ্ধ হলেন তা এখনও জানায়নি পুলিশ।

নিউ জার্সি পুলিশের পাশাপাশি হাডসন কাউন্টি প্রসিকিউটরস অফিসের হোমিসাইড ইউনিটও ঘটনাটির তদন্ত করছে।

এদিকে, টেক্সাসে আফটার প্রম পার্টিতে গুলিতে আহত হয়েছে ৯ টিনএজার।

জ্যাসপার কাউন্টির রোড টু সিক্সটি থ্রি এর একটি বাড়িতে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।
 

টেক্সাসের জ্যাসপার কাউন্টির এই বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ছবি: টুয়েল্ভ নিউজ


জ্যাসপার কাউন্টি শেরিফ অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ

পুলিশ বলছে, ওই পার্টিতে অংশ নিয়েছিলেন প্রায় ২৫০ জন। পার্টি চলাকালে সহিংস হামলা হয়। গুলিবিদ্ধদের বওমন্টের ক্রিস্টাস সেইন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তারা শঙ্কামুক্ত।

এ ঘটনারও বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ঘটনার তদন্তে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

একই দিন জ্যাসপারে আরেকটি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার কোনো তথ্য না দিলেও পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে। কারণ দুই ঘটনাস্থলে একটি গাড়ি দেখা গেছে। বিষয়টি মাথায় রেখেই তদন্ত এগুচ্ছে।


0 মন্তব্য

মন্তব্য করুন