কেউ কেউ ভাবতে পারেন উইয়ার্ড বার্বি তৈরি হয়, কিন্তু বিক্রি হয় না। তবে এদিক থেকে ম্যাটেল ভিন্ন। আইকনিক বার্বি ব্র্যান্ডের কোম্পানি এবার ‘বার্বি’ সিনেমায় কেট ম্যাককিননের চরিত্র অনুকরণে একটি পুতুল বাজারে আনার ঘোষণা দিয়েছে।
পণ্যের বিবরণে ম্যাটেল বলেছে, সীমিত-সংস্করণের এই পুতুলটিকে আইকনিক গোলাপি রঙের পোশাক পরানো হয়েছে, যা ম্যাককিনন মুভিতে যে পোশাক পরেছিলেন সেটির সঙ্গে মিল রয়েছে।
পুতুলটির কপালে চিহ্ন এবং মুখে অদ্ভুত কতগুলো কাটা দাগ রয়েছে। এটির চুল হবে রঙিন।
উইয়ার্ড বার্বি ম্যাটেলের বিলিয়ন-ডলার হিট 'বার্বি' থেকে অনুপ্রাণিত সাতটি পণ্যের একটি। বাকিগুলোর মধ্যে রয়েছে সিনেমায় বার্বি এবং কেন-এর বিভিন্ন পোশাক এবং একটি হট হুইলস কর্ভেট সেট (খেলনা গাড়ি)।
ম্যাটেলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ব্র্যান্ড অফিসার লিসা ম্যাকনাইট বলেন, ‘আমরা এগুলোর মাধ্যমে ভক্তদের বার্বি ল্যান্ডে নিমজ্জিত করতে চাই। এর মাধ্যমে তারা যে চরিত্র ও গল্পগুলোকে পর্দায় দেখেছে সেগুলো উদযাপন করার সুযোগ পাবে… বার্বি চলচ্চিত্র এই গ্রীষ্মের সাংস্কৃতিক ইভেন্ট হতে চলেছে। বার্বিকে দিয়ে ম্যাটেল যে পথের সূচনা করেছে সেটি ভবিষ্যৎ প্রজন্মের ক্ষমতায়ন এবং অনুপ্রেরণার আইকন হয়ে থাকবে।’
পুতুলটিম্যাটেলের ওয়েবসাইটে ১৮ অগাস্ট পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। এর দাম ধরা হয়েছে ৫০ ডলার। আগামী বছরের মে মাসে এটি হাতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।