নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সড়কে গুলিতে একজন নিহত এবং চোখে গুলিবিদ্ধ হয়ে অপর একজন আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।
বাহিনীটি জানায়, সোমবার রাত ১০টার দিকে বুশউইকের সেন্ট্রাল এভিনিউর কাছে পুটন্যাম এভিনিউতে তলপেটে গুলিবিদ্ধ হন ৩৯ বছর বয়সী র্যামেল ফিশার।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, ফিশারের কাছে থাকা ৬৩ বছর বয়সী এক ব্যক্তি ডান চোখে গুলিবিদ্ধ হন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ হামলায় কে অভীষ্ট লক্ষ্য ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা দুজনকেই ব্রুকডেইল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করেন, যেখানে প্রায় ৪৫ মিনিট পর মৃত্যু হয় ফিশারের। আহত অন্যজনের অবস্থা স্থিতিশীল বলে জানায় পুলিশ।
প্রতিবেশীরা জানান, ফিশার ব্রুকলিনের ওই এলাকায় থাকলেও তার পরিবার চলে যায় পেনসিলভেনিয়ায়।
ঘটনাস্থল থেকে গুলির তিনটি খোসা ও একটি গুলি উদ্ধার করে পুলিশ, তবে হতাহতের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বাহিনীটি।
বন্দুক হামলার ঘটনায় ঘটনাস্থলের একটি অ্যাপার্টমেন্টের সামনের দরজায় গুলি লেগেছে বলে মনে করা হচ্ছে।
একটি অ্যপার্টমেন্টর দ্বিতীয় তলায় থাকা প্রতিবেশী ৯১১ নম্বরে কল করার আগে গুলির কয়েকটি আওয়াজ পান।