আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে দুই স্টেইটে নতুন আইন

টিবিএন ডেস্ক

এপ্রিল ৩০ ২০২৩, ২০:৪৬

ওয়াশিংটনে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের একগুচ্ছ আইন অনুমোদন করেছেন গভর্নর জে ইনস্লে। ছবি: এপি

ওয়াশিংটনে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের একগুচ্ছ আইন অনুমোদন করেছেন গভর্নর জে ইনস্লে। ছবি: এপি

  • 0

কলোরাডো ও ওয়াশিংটনের গভর্নররা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আইনে সই করেছেন। এ ধরনের আইন করার পথে আছে ম্যারিল্যান্ডও।

এবিসি নিউয জানায়, কলোরাডোর গভর্নর জ্যারেড পলিস গত শুক্রবার একগুচ্ছ আগ্নেয়াস্ত্র আইনে সই করেছেন। 

এর একটি হলো, আগ্নেয়াস্ত্র কিনতে হলে বয়স অন্তত ২১ বছর হতে হবে। আরেকটি আইনে আগ্নেয়াস্ত্র কেনার জন্য তিন দিনের অপেক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই তিন দিনে ক্রেতার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে।

এছাড়া নতুন আইন অনুয়ায়ী, কাউকে বিপদজনক মনে করলে তার অস্ত্র বাজেয়াপ্তে শিক্ষক বা শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবাদাতারা আদালতে আপিল করতে পারবেন।  

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘আমাদের স্কুল, দোকান, নাইটক্লাবে, কমিউনিটিতে নিরাপত্তা কলোরাডানদের প্রাপ্য। তাদেরকে কোনো জায়গাতেই গোলাগুলির আতঙ্কে থাকতে হবে না।‘

ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লে এর তিন দিন আগে স্টেইটে এসাল্ট রাইফেল নিষিদ্ধসহ একগুচ্ছ আইন অনুমোদন করেন। এ নিয়ে ১০টি স্টেইটে এসাল্ট রাইফেল নিষিদ্ধ হলো।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এআর-ফিফটিনসহ ৬১টি অটোমেটেড রাইফেল ও পিস্তল।

এর মধ্যে ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুর জানান, তিনিও শিগগিরি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন পাস করবেন। 

এবিসি নিউয বলছে, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণপন্থিরা এই তিন ডেমোক্র্যাটিক গভর্নরের পদক্ষেপকে অভিবাদন জানিয়েছেন। তবে বিভিন্ন গান রাইটস গ্রুপ এরইমধ্যে তিন জনের বিরুদ্ধে আদালতে লড়াইয়ের হুমকি দিয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন