ভারতের মহারাষ্ট্রে বাস খাদে পড়ে নিহত ১৩

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৫ ২০২৩, ২১:২০

ভারতের মহারাষ্ট্রে বাস খাদে পড়ে নিহত ১৩
  • 0

ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে খাদে বাস পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন।

রায়গড়েরখোপোলিতে পুনে-রায়গড় সীমান্ত এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে খাদে পড়ে যায় বাসটি। মৃতেরসংখ্যা আরও বাড়তে পারেবলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিপুনের পিম্পল গুরাভ থেকে গোরেগাঁও যাচ্ছিল।

পুলিশ জানায়, বাসটিতে ৪১ জন যাত্রী ছিলেন।দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে শুরু করে প্রশাসন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

রায়গড়েরপুলিশ সুপার সোমনাথ গর্গ জানান, ‘বাসটিখাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। হাসপাতালে পরে আরও ছয় জন মারা যান।          

দুর্ঘটনায়শোকপ্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিট্যুইটারে লেখেন, ‘মহারাষ্ট্রের রায়গড়ে সড়ক দুর্ঘটনা দুর্ভাগ্যজনক।এ বিষয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রফড়নবিসের সঙ্গে কথা হয়েছে ।স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে । আমি নিহতদেরপরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা কামনা করছি।‘                 

মহারাষ্ট্রেরমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারপ্রতি পাঁচ লাখটাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।


0 মন্তব্য

মন্তব্য করুন