অ্যামেরিকায় কোভিড জরুরি অবস্থার ইতি টানলেন বাইডেন

টিবিএন ডেস্ক

এপ্রিল ১১ ২০২৩, ১৯:৪৭

অ্যামেরিকায় কোভিড জরুরি অবস্থার ইতি টানলেন বাইডেন
  • 0

নির্ধারিত সময়ের আগেই অ্যামেরিকা থেকে কোভিড মোকাবিলায় জারি করা জাতীয় জরুরি অবস্থা তুলে নিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউয থেকে বলা হয়েছে, কংগ্রেসে পাস করা একটি আইনে প্রেসিডেন্টের স্বাক্ষর করার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন বছর ধরে চলা এই জরুরি অবস্থা।

জরুরি অবস্থা জারি করার মধ্য দিয়ে করোনা মোকাবিলা, দেশের অর্থনৈতিক, স্বাস্থ্য ও জনকল্যাণ ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারি ফান্ড ব্যবহার করে আসছিল প্রশাসন।

রিপাবলিকান প্রশাসনের আমলে জারি করা এই জরুরি অবস্থার মেয়াদ ছিল আগামী ১১ মে পর্যন্ত।

হোয়াইট হাউয জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে কোভিড পরিস্থিতি থেকে অ্যামেরিকা সরে দাঁড়ালেও বাইডেন প্রশাসন ভাইরাসটির নতুন যে কোনো রূপ মোকাবিলায় এরইমধ্যে পরবর্তী প্রজন্মের ভ্যাকসিনসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে কাজ করছে। 

কোভিডে দেশটিতে গত তিন বছরে ১ দশমিক ১৩ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি।

 


0 মন্তব্য

মন্তব্য করুন