কর্মকর্তারা রোববার জানান, রোলিং হিলস এস্টেইট শহরে ভয়াবহ গ্রাউন্ড শিফটের ঘটনা ঘটেছে। তবে এর কারণ কী তা এখনও জানা যায়নি।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি বোর্ড অফ সুপারভাইজারের প্রধান জেনিস হ্যান, শনিবার রাতে লস অ্যাঞ্জেলেস থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের শহর রোলিং হিলস এস্টেইট পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এর আগে আমি এমন কিছু দেখিনি। গ্রাউন্ড শিফটে বেশ ক্ষতি হয়েছে। পুরো এলাকাই ভূমি ধসের ঝুঁকিতে রয়েছে।’
হ্যান রোববার এক সাক্ষাৎকারে বলেন, ‘এই বাড়িগুলো গতকাল বিকেলেও অক্ষত ছিল। আপনারা জানেন বাড়িগুলোতে হাসিখুশি পরিবার বাস করত। আর আজ আমরা ভয়ার্ত চিৎকার শুনতে পাচ্ছি। বাড়িগুলোর দেয়ালে ফাটল। ভাঙনের ফলে দেয়াল ধসে যাচ্ছে।’
তিনি জানান, বাড়িগুলোর ভিত্তির মাটি অনেক দুর্বল হয়ে পড়ায় খুব দ্রুতই পাশের গিরিখাতে ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।
রোলিং হিলস এস্টেইটের বিল্ডিং কর্মকর্তা পিট গুডরিচ জানান, খালি করা বাড়িগুলো ছাড়াও ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।