সিসিলি উপকূলে ভাসছিল ২ টন কোকেইন

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৮ ২০২৩, ১৭:৪৮

সিসিলি উপকূলের সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে কোকেইনের ৭০টি প্যাকেজ। ছবি: সংগৃহীত

সিসিলি উপকূলের সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে কোকেইনের ৭০টি প্যাকেজ। ছবি: সংগৃহীত

  • 0

ইটালির সিসিলি দ্বীপের পূর্ব উপকূলে ভাসমান অবস্থায় কোকেইনের বিশাল একটি চালান উদ্ধার করেছে পুলিশ।

দেশটির ফাইন্যান্সিয়াল পুলিশ গার্ডিয়া ডি ফিনাঞ্জার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আকাশ থেকে ভূমধ্যসাগরে নিয়মিত নজরদারি চালানোর সময় গত রোববার মাদকের চালানটি শনাক্ত করা হয়। 

কর্তৃপক্ষ বলছে, পানিনিরোধী ৭০টি প্যাকেজে অবৈধ কোকেইন সিল করা ছিল। প্যাকেজগুলো দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে এবং এতে ছিল একটি সিগন্যালিং লাইট ডিভাইস। উদ্ধার করা প্রায় দুই টন কোকেইনের দাম কালোবাজারে প্রায় ৪৪০ মিলিয়ন ডলার বলে দাবি করা হয় বিবৃতিতে। 

গার্ডিয়া ডি ফিনাঞ্জার বিবৃতিতে বলা হয়, ইটালিতে এত বিপুল পরিমাণ মাদক জব্দ করার ঘটনা এর আগে সম্ভবত ঘটেনি। 

পুলিশের ধারণা, পণ্যবাহী কোনো জাহাজ থেকে প্যাকেজগুলো উপকূলের কাছে সাগরে ফেলে দেয়া হয়। উপকূলে অপেক্ষমাণ মাদক কারবারিদের কাছে পৌঁছানোর আগেই এগুলো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরে পড়ে যায়। 

মাদকের চালান জব্দ করতে কাতানিয়ার সিসিলিয়ান মিউনিসিপ্যালিটি থেকে নৌযানে পুলিশির একাধিক ইউনিট পাঠানো হয়। সাগরে ভাসমান আরও প্যাকেজ রয়েছে কিনা জানতে জোরদার করা হয়েছে তল্লাশি। 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে নিউ জিল্যান্ড কর্তৃপক্ষ সাগরে ভাসমান ৩ টনেরও বেশি কোকেইন জব্দ করে। 


0 মন্তব্য

মন্তব্য করুন