ব্যক্তিগত কারণে বিসিবি ছাড়ছেন ক্যালেফাতো

টিবিএন ডেস্ক

জুন ২৬ ২০২৩, ১৬:৫৭

জুলিয়ান ক্যালেফাতো। ছবি: সংগৃহীত

জুলিয়ান ক্যালেফাতো। ছবি: সংগৃহীত

  • 0

ব্যক্তিগত কারণে ন্যাশনাল টিমের দায়িত্ব ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ফিজিওথেরাপিষ্ট ও পুনর্বাসন ব্যবস্থাপক জুলিয়ান ক্যালেফাতো।

তিন মাস আগে গুরুতর রোগে আক্রান্ত বাগদত্তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনে তার পাশে থাকতে আগ্রহী ক্যালেফাতো। চলতি মাস শেষে ইংল্যান্ডে ফিরে যাবেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে দুই বছরের মেয়াদে ২০১৯ সালে বিসিবিতে যোগ দেন ক্যালেফাতো। ২০২১ সালের নভেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে কাউন্টি ক্লাব ডার্বিশায়ারে এক বছরের জন্য যোগ দেন তিনি। সেখানে এক বছর কাটানোর পর বিসিবিতে পুনর্বাসন ব্যবস্থাপক হিসেবে এ বছরের জানুয়ারিতে ফিরে আসেন ক্যালেফাতো।

এক বিবৃতিতে বিসিবি ক্যালেফাতোকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার প্রিয়জনের মঙ্গল কামনা করেছে।