বাল্টিমোরের ব্রুকলিন হোমস আবাসিক এলাকায় শনিবার মধ্যরাতে অস্ত্রধারী এলোপাতারি গুলি করলে দুই জন নিহত ও অন্তত ২৮ জন আহত হন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
বাল্টিমোর পুলিশ কমিশনার রিচার্ড ওরলে জানান, গুলির খবর জানাতে পুলিশের কাছে কয়েকটি কল আসে। অফিসাররা ঘটনাস্থলে গিয়ে এক জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
বাল্টিমোর মেয়র ব্র্যানডন স্কট জানান, দুষ্কৃতিকারীকে খুঁজে বের করতে নিরলসভাব কাজ করবেন কর্মকর্তারা।
এর আগে শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ম্যানহাটনের হ্যামিলটন হাইটসে দুর্বত্তের গুলিতে নিহত হয় ১৫ বছর বয়সী ছেলে।
ওই এলাকার রিভারব্যাংক স্টেইট পার্কের ভেতরে ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ছেলেটিকে একাধিকবার গুলি করে পালিয়ে যান হামলাকারী। পুলিশ গিয়ে তাকে মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, তিনি কমপক্ষে পাঁচটি গুলির শব্দ শুনেছেন। দৌঁড়ে গিয়ে ছেলেটিকে মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন।
ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।