বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউভেন্তাসের খেলোয়াড় কেনাবেচা ও পারিশ্রমিক প্রদানসহ ক্লাব পরিচালনার ব্যয়ে অনিয়ম পেয়েছে ইউয়েফা। ফলে, ইউয়েফার ফাইনান্সিয়্যাল ফেয়ার প্লে (এফএফপি) লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটি।
ওই সাত বছর ইতালির ঘরোয়া লিগ সেরি-আতে চ্যাম্পিয়ন হয়েছে ইউভেন্তাস। খেলেছেন ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে।
গত বছর লিগে সপ্তম হয় ইউভেন্তাস। ফলে ইউরোপের তৃতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট কনফারেন্স লিগে খেলার সুযোগ করে নেয় তারা। এফএফপি ভাঙ্গার কারণে তাদের এ টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে লিগে অষ্টম হওয়া ফিওরেন্তিনাকে সুযোগ দিয়েছে ইউয়েফা।
একই সঙ্গে দলটিকে ২২.৩৪ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। তবে, আগামী তিন বছর যদি তারা ইউয়েফার আর্থিক বিধিনিষেধ মেনে চলে তাহলে জরিমানার অর্ধেক পরিশোধ করতে হবে তাদের।
ইউয়েফার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও ক্লাব সভাপতি জানলুকা ফেরেরো এক বিবৃতিতে জানিয়েছেন, তারা এর বিরুদ্ধে আপিল করবেন না।
ইউভেন্তাসের সঙ্গে আর্থিক জরিমানার সম্মুখীন হয়েছে ইংলিশ ক্লাব চেলসিও। ইউয়েফার কাছে অসম্পূর্ণ আর্থিক তথ্য জমা দেয়ায় লন্ডনের ক্লাবটিকে ১০.৯৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।
চেলসি এরই মধ্যে জরিমানার পুরো অঙ্ক পরিশোধে সম্মত হয়েছে।