নিউ জিল্যান্ডের হয়ে সাতটি টেস্ট এবং ১১টি ওয়ানডে খেলা ৫৬ বছর বয়সী ব্র্যাডবার্ন গত মার্চে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়া মিকি আর্থারের অধীনে কাজ করবেন তিনি।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘আগামী দুই বছরের জন্য পাকিস্তানের দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্র্যাডবার্নকে।’
গত ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হওয়া পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাকের স্থলাভিষিক্ত হয়েছেন ব্র্যাডবার্ন।
গত মার্চে শারজাহতে একটি টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান আবদুর রেহমান। গত এপ্রিল ও মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০টি সীমিত ওভারের ম্যাচে কোচিংয়ের দায়িত্ব পালন করেন ব্র্যাডবার্ন।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসাবেও দায়িত্ব পালন করেন ব্র্যাডবার্ন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘প্রধান কোচ হিসেবে পাকিস্তানের মতো প্রতিভাবান ও দক্ষতাসম্পন্ন দলের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সম্মানের।’
তিনি আরও বলেন, ‘ম্যাচ খেলা, দায়িত্ব সর্ম্পকে স্বচ্ছতা ও জয়ের সংস্কৃতি তৈরিতে নিউজিল্যান্ড সিরিজটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’
আগামী জুলাইয়ে শ্রীলংকার মাটিতে দুই ম্যচের টেস্ট সিরিজটি হবে প্রধান কোচ হিসেবে ব্র্যাডবার্নের প্রথম অ্যাসাইনমেন্ট। এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপ ও অক্টোবরে বিশ্বকাপ রয়েছে।
দুই বছরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এন্ড্রু পুটিক।