নিউ ইয়র্কে বাইক পাথে হামলায় যাবজ্জীবন সাজা পাচ্ছেন আইএস জঙ্গি

টিবিএন ডেস্ক

মে ১৭ ২০২৩, ১৯:৫৬

সাইফুল্লো সাইপভ। ছবি: সেন্ট চার্লস কাউন্টি, মো. ডিপার্টমেন্ট অফ কারেকশন্স

সাইফুল্লো সাইপভ। ছবি: সেন্ট চার্লস কাউন্টি, মো. ডিপার্টমেন্ট অফ কারেকশন্স

  • 0

নিউ ইয়র্ক সিটির একটি বাইক পাথে ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় আট জনকে হত্যার দায়ে আইএস জঙ্গি সাইফুল্লো সাইপভর মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন কারাদণ্ড হতে যাচ্ছে।

ম্যানহাটনের ফেডারেল কোর্ট বুধবার এ রায় ঘোষণা করবে।   

সাইপভর সাজা কমার বিষয়টি গত মার্চেই নির্ধারিত হয়। কারণ সে সময় ফেডারেল কোর্টের জুরিরা তার বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের কোনোটিতেই মৃত্যুদণ্ডের পক্ষে অবস্থান নেননি। 

সেই হামলায় বেঁচে যাওয়া প্রায় ২৫ ভুক্তভোগী এবং নিহতদের পরিবারের সদস্যরা বুধবার সকালে সাজা ঘোষণার পর বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে। হামলায় নিহত আটজনের মধ্যে পাঁচ জন আর্জেন্টিনার, দুজন অ্যামেরিকান এবং একজন বেলজিয়ামের নাগরিক।

দোষী সাব্যস্ত হওয়া সাইপভ সাজা ঘোষণার আগে আদালতে বক্তব্য দেয়ার সুযোগ পাবেন। 

কর্তৃপক্ষ জানায়, ২০১৭ সালের হ্যালোউইনে ম্যানহাটনের ওয়েস্ট সাইড সাইকেল পাথে সাইক্লিস্ট পথচারীদের উপর ভাড়া করা একটি ইউ-হল ট্রাক চালিয়ে দেন সাইপভ। ধাক্কা দেন একটি স্কুল বাসকেও। এরপর ট্রাক থেকে নেমে পেলেট গান ও পেইন্টবল বন্দুক থেকে গুলি ছোড়েন সাইপভ। পরিস্থিতে নিয়ন্ত্রণে আনতে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের একজন কর্মকর্তা তাকে গুলি করে হেফাজতে নিয়েছিলেন। 


0 মন্তব্য

মন্তব্য করুন