গুলতি ছুড়ে বোনের অপহরণ ঠেকাল কিশোর

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৩, ২৩:৫৭

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

মিশিগানে ছোট বোনকে রক্ষা করতে গুলতি ছুড়ে সন্দেহভাজন অপহরণকারীকে ঘায়েল করেছে এক কিশোর।

আলপেনা টাউনশিপে গত বুধবার ঘটনাটি ঘটেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মিশিগান স্টেইট পুলিশ।

তাতে বলা হয়েছে, চার বছর বয়সী শিশু তার বাড়ির উঠানে মাশরুম খুঁজতে যায়। সে সময় পাশের জঙ্গল থেকে বের হয়ে এসে একজন তার মুখ চেপে ধরে।

মিশিগান স্টেইট পুলিশের এক প্রতিনিধির বরাতে সিবিএস ফিলাডেলফিয়া জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি শিশুটিকে টেনে জঙ্গলের দিকে নেয়ার চেষ্টা করেন। কিছুটা দূরে থাকা শিশুর ১৪ বছর বয়সী ভাই তা দেখে গুলতি ছুড়ে সন্দেহভাজনের মাথায় ও বুকে আঘাত করে। পরে পুলিশ অপহরণের অভিযোগে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায়।

ওই শিশু ও তার ভাইয়ের নাম প্রকাশ করেনি পুলিশ। সন্দেহভাজন অপহরণকারীর বয়স ১৭ বছর বলে জানা গেছে। প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে; বন্ড নির্ধারণ করা হয়েছে ১৫০ হাজার ডলার। 

আগামী ১৭ মে তাকে আদালতে নেয়া হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন