মেসিকে উপযুক্ত সম্মান দেয়নি পিএসজি: এমবাপে

টিবিএন ডেস্ক

জুন ১৪ ২০২৩, ১৮:৪৯

জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। ছবি: টুইটার

জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। ছবি: টুইটার

  • 0

মৌসুম শেষে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। দুই বছর মেসির প্রতি পিএসজির আচরণে নাখোশ ক্লাবের আরেক বড় তারকা কিলিয়ান এমবাপে।

মেসির পরপরই ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানান এমবাপে। ২০২৪ সালের পর এমবাপে আর খেলবেন না পিএসজির হয়ে। তাই বিনামূল্যে তাকে ছেড়ে দিতে না চাইলে এ মৌসুমেই ফরাসি এ ফরোয়ার্ডকে বিক্রি করতে হবে পিএসজির।

এ বিতর্কের মাঝে নতুন করে পিএসজির প্রতি ক্ষোভ ঝেড়েছেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এ তারকা। ইতালির ক্রীড়া বিষয়ক পত্রিকা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেছেন যে, প্যারিসিয়ানরা মেসিকে যথেষ্ট সম্মান দেখায়নি।

তিনি বলেন, ‘আমি জানি না মেসি চলে যাওয়াতে কেন এতো লোক খুশি হয়েছে। আমরা এখানে মেসিকে নিয়ে কথা বলছি। তাকে আরও সম্মান দেখানো উচিৎ। তার যে সম্মান প্রাপ্য সেটা ফ্রান্সে সে পায়নি। বিষয়টা লজ্জার। কিন্তু তেমনটা হয়েছে।’

মেসির চলে যাওয়াটাকে নেতিবাচক হিসেবেই দেখছেন এমবাপে। তিনি বলেন, ‘আমরা সম্ভবত ইতিহাসের সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। তার মতো একজনের চলে যাওয়াটা কখনই ভালো খবর নয়।’

মেসির দলত্যাগের পরের বছর দল ছাড়ছেন এমবাপে। তবে, তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন এমন কিছু তিনি বলেননি।

এমবাপে যোগ করেন, ‘আমি রিয়াল মাদ্রিদে যেতে চাইনি বা বলিনি আমাকে রিয়ালের কাছে বিক্রি করে দিতে। আমি শুধু এটুকুই বলেছি যে আমি সামনের বছর বাড়তি এক বছরের জন্য চুক্তি নবায়ন করব না। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আমার কোনো কথা হয়নি। সামনের মৌসুম পর্যন্ত এখানে থাকতে পেরে আমি সন্তুষ্ট।’


0 মন্তব্য

মন্তব্য করুন