রাশিয়া-ইউক্রেইনের পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৭

টিবিএন ডেস্ক

জুলাই ৩১ ২০২৩, ১২:৫৭

ইউক্রেইনে রাশিয়ার হামলায় ক্ষয়ক্ষতি। ছবি: সংগৃহীত

ইউক্রেইনে রাশিয়ার হামলায় ক্ষয়ক্ষতি। ছবি: সংগৃহীত

  • 0

রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় সোমবার সেন্ট্রাল ইউক্রেইনের ক্রিভি রিহ শহরে বেসামরিক চার নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ও একটি বিশ্ববিদ্যালয়ের ভবন। একই দিন ইউক্রেইনের আর্টিলারি হামলায় দোনেৎস্কে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয় জন।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লাইমেনকো বলেছেন, দুটি রাশিয়ান ক্ষেপনাস্ত্রের আঘাতে ক্রিভি রিহ শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের চতুর্থ ও নবম তলার একটি অংশ ধসে পড়েছে। বাসিন্দাদের অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে। সেখান থেকে চার জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে আছে ১০ বছরের একটি শিশু।

দিনিপ্রোর গর্ভনর সেরহি লিস্যাক জানিয়েছেন, সেখানে আরেকটি ক্ষেপনাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিশ্ববিদ্যালয়ের চারতলা ভবন। এ ঘটনায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন।

এদিকে, রাশিয়ার অধিকৃত দোনেৎস্ক প্রদেশের নেতা দেনিস পুশিলিন জানিয়েছেন, সেখানে ইউক্রেইনের গোলন্দাজ হামলায় দুই জন নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু যানবাহন ও আবাসিক ভবন।

তিনি আরও জানান, ইউক্রেইনের ড্রোন হামলা ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের ইয়াসিনোভ্যাটায়া শহরের একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।

দোনেৎস্কের সামরিক গ্রুপ জয়েন্ট সেন্টার ফর কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের (জেসিসিসি) বরাতে সংবাদ সংস্থা আরটি জানিয়েছে, হামলায় অন্তত তিন জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন