আগামী ৭ থেকে ৮ সেপ্টেম্বর পৃথিবী, চাঁদ ও সূর্যের একটি বিরল অবস্থানের কারণে বিশ্বের অনেক অঞ্চলে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ রহস্যময়ভাবে লাল আলোতে আলোকিত হবে।
এটি ২০২২ সালের পর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ, যা প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট ধরে স্থায়ী হবে। এ সময়ে পৃথিবীর উপগ্রহটি লাল রঙে রঞ্জিত দেখাবে।
আরও রোমাঞ্চকর হবে অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বাসিন্দাদের জন্য। কারণ এসব অঞ্চল থেকে সরাসরি দেখা যাবে এই দৃশ্য। যার অর্থ প্রায় ৭ বিলিয়নেরও বেশি মানুষ এই চন্দ্রগ্রহণের একটি অংশ দেখার সুযোগ পাবেন। যার মধ্যে প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন মানুষ পুরোপুরি সময় ধরে দেখতে পারবেন ব্লাড মুন।
তবে অ্যামেরিকার অনেক অংশ এই অদ্ভুত ব্লাড মুন দেখা থেকে বঞ্চিত হবে। কেননা এসময় এ অঞ্চলে দিনের আলো থাকবে।
তবে হাওয়াই, আলাস্কার একটি অংশ এবং ব্রাজিলের এক অংশে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।
পূর্ণ চন্দ্রগ্রহণ কী?
পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে সরাসরি এক লাইনে অবস্থান করে।
এই সময়ে, পৃথিবী চাঁদের সামনে চলে আসে এবং চাঁদের পৃষ্ঠে সূর্যের আলো প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফলে চাঁদ রহস্যময়ভাবে অন্ধকার বা রক্তিম রঙের মতো দেখায়।
শুরু থেকে শেষ পর্যন্ত, সম্পূর্ণ গ্রহণটি প্রায় সাড়ে পাঁচ ঘন্টা স্থায়ী হবে। ১৫:২৮:২৫ জিএমটি থেকে শুরু হয়ে ২০:৫৫:০৮ জিএমটি এ শেষ হবে। সম্পূর্ণ গ্রহণটি ১৭:৩০:৪৮ জিএমটি এ শুরু হবে এবং ১৮:৫২:৫১ জিএমটিএ শেষ হবে।
জিএমটিকে আপনার নিজের সময় অনুযায়ী জানার জন্য সাধারণ অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা Timeanddate.com এ গিয়ে আপনার অবস্থান নির্বাচন করলে জানতে পারবেন কোন সময়ে আকাশে চন্দ্রগ্রহণ উপভোগ করতে পারবেন।