রাশিয়াকে একঘরে করার চেষ্টা ব্যর্থ: ল্যাভরভ

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৯ ২০২৩, ১৭:০৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফাইল ছবি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফাইল ছবি

  • 0

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে অ্যামেরিকা ও তাদের মিত্রদের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

অনলাইলে মাল্টিপোলারিটি বিষয়ক গ্লোবাল কনফারেন্সে শনিবার বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন ল্যাভরভ। 

তিনি বলেন, ‘ইতিহাসের গতিপথকে উল্টে দেয়ার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি বিধিবদ্ধ বিশ্ব ব্যবস্থা মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে অ্যামেরিকা ও তাদের স্যাটেলাইটগুলোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

‘আমি মনে করি রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে একঘরে করতে পশ্চিমাদের চালানো প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’

এই সম্মেলনের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনুষ্ঠানটি বিশ্বজুড়ে মাল্টিপোলারিটির পক্ষে দাঁড়ানো রাজনীতিক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মনোযোগ আকর্ষণ করবে এবং ন্যায্য ও আরও গণতান্ত্রিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন