হারিকেন এরিন: নিউ জার্সিতে জরুরি অবস্থা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১ ২০২৫, ২০:৩০

গভর্নর ফিল মারফি সতর্ক করে জানান, আগামী কয়েক দিন স্টেইটের সব সমুদ্র সৈকতে প্রাণ কেড়ে নিতে পারে, এমন প্রবল স্রোত থাকবে। ছবি:  নর্থজার্সি ডটকম

গভর্নর ফিল মারফি সতর্ক করে জানান, আগামী কয়েক দিন স্টেইটের সব সমুদ্র সৈকতে প্রাণ কেড়ে নিতে পারে, এমন প্রবল স্রোত থাকবে। ছবি: নর্থজার্সি ডটকম

  • 0

হারিকেনে ঘণ্টায় বাতাসের গতিবেগ হতে পারে ৫০ মাইল। এর ফলে জলোচ্ছ্বাস হতে পারে ১৭ ফুট নাগাদ। এ ছাড়া বন্যাপ্রবণ এলাকাগুলোকে প্লাবিত করতে পারে এক থেকে তিন ফুট পানি।

হারিকেন এরিনের আঘাতে উপকূলীয় অঞ্চলগুলোতে প্রবল বাতাস বইতে থাকার পাশাপাশি ঢেউয়ে সড়ক প্লাবিত হওয়ার ঘটনায় নিউ জার্সিতে বৃহস্পতিবার বিকেলে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ফিল মারফি।

তিনি সতর্ক করে জানান, আগামী কয়েক দিন স্টেইটের সব সমুদ্র সৈকতে প্রাণ কেড়ে নিতে পারে, এমন প্রবল স্রোত থাকবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, বৃহস্পতিবার ও শুক্রবার কারও উচিত নয় জলে নামা।

মারফির বরাতে আইউইটনেস নিউজ বৃহস্পতিবার জানায়, হারিকেনে ঘণ্টায় বাতাসের গতিবেগ হতে পারে ৫০ মাইল। এর ফলে জলোচ্ছ্বাস হতে পারে ১৭ ফুট নাগাদ। এ ছাড়া বন্যাপ্রবণ এলাকাগুলোকে প্লাবিত করতে পারে এক থেকে তিন ফুট পানি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বৃহস্পতিবার বিকেলে এরিনের অবস্থান ছিল নর্থ ক্যারোলিনার কেপ হাটেরাস থেকে ২৮৫ মাইল পূর্বে।

পূর্ব উপকূল থেকে সমুদ্র তীরবর্তী অঞ্চলে শুক্রবার নাগাদ এরিনের যাত্রা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

হারিকেনের কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ১০৫ মাইল পর্যন্ত হচ্ছে।

এদিকে এরিনের প্রভাবে প্রবল স্রোতের কারণে শুক্রবারও নিউ ইয়র্ক সিটির সব সৈকতে সাঁতারে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সৈকতগুলোতে প্রথম নিষেধাজ্ঞা দেওয়া হয় বুধবার ও বৃহস্পতিবারের জন্য। পরবর্তী সময়ে সেটি বাড়ানো হয়।