নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি বাসায় স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেকে মারাত্মকভাবে আহত করেছেন এক ব্যক্তি, যাকে হত্যা-আত্মহত্যার চেষ্টা হিসেবে তদন্ত করছে পুলিশ।
বাহিনীটির বরাতে আইউইটনেস নিউজ সোমবার জানায়, স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাত করার সময় ভাতিজাকে ভিডিও কলিং অ্যাপ ফেসটাইমে রেখেছিলেন হত্যাকারী। ভাতিজার কলেই পুলিশ রিজউডের ফরেস্ট অ্যাভিনিউর বাসাটিতে যান। সেখানে সন্ধ্যা সাতটার পরপরই হামলা চলছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে একে একে দুটি মরদেহ বের করে বাসা থেকে। সে দৃশ্য দেখেছেন এক প্রতিবেশী।
তিনি জানান, এ এলাকায় এমন ঘটনা স্বাভাবিক নয়।
পুলিশ জানায়, হত্যাকারী তার ৪১ বছর বয়সী স্ত্রীর গলা ও বুকে ১৮ বারের মতো ছুরিকাঘাত করে। দুই বছরের মেয়েকে ৯ বার ছুরিকাঘাত করেন তিনি।
বাহিনীটি জানায়, ৫৪ বছর বয়সী ব্যক্তির বুকে ছুরিকাঘাত ছিল এবং তিনি গুরুতর আহত।
প্রতিবেশীরা জানান, বাসাটিতে কখনও মারামারির কথা শোনেননি তারা। পরিবারটিকে ভালোভাবে চিনতেনও না তারা। কারণ তারা নিজেদের মতো করে থাকতেন। এ কারণে বাইরে থেকে সবই স্বাভাবিক মনে হতো।
পারিবারিক ঝামেলা থেকে এ হত্যার ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। এখানে আর কোনো সন্দেহভাজনের খোঁজ করছে না বাহিনীটি।
সহিংসতার পেছনের কারণ খুঁজছে কর্তৃপক্ষ।