
নিউ ইয়র্ক সিটিতে ছাড়ে মাছ, হালাল মাংস মিলছে যেখানে

শরিফুল ইসলাম, নিউ ইয়র্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪ ২০২৫, ০:৩৯ হালনাগাদ: ডিসেম্বর ১৩ ২০২৫, ১০:৪০

সুপারমার্কেটটির ক্রেতাদের মধ্যে বড় মাছের চাহিদা বেশি থাকে। ছবি: টিবিএন
- 0


প্রকাশিত: সেপ্টেম্বর ৪ ২০২৫, ০:৩৯ হালনাগাদ: ডিসেম্বর ১৩ ২০২৫, ১০:৪০

সুপারমার্কেটটির ক্রেতাদের মধ্যে বড় মাছের চাহিদা বেশি থাকে। ছবি: টিবিএন
কেনাকাটায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে গ্রাহকদের আস্থার জায়গায় পরিণত হয়েছে প্রিমিয়াম সুপারমার্কেট।
গ্রাহকদের চাহিদা পূরণে নিজেদের কলেবর বাড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
ক্রেতা সাধারণের চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রতিনিয়ত সবজিসহ সাশ্রয়ী মূল্যের বিভিন্ন পণ্য নিয়ে আসছে তারা। দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ছাড়ও।
এসব পণ্যের চাহিদা বছরজুড়ে থাকায় বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির সদস্যরা ভিড় করছেন প্রিমিয়াম সুপারমার্কেটের এ শাখায়।
বড় মাছের চাহিদা
সুপারমার্কেটটির ক্রেতাদের মধ্যে বড় মাছের চাহিদা বেশি থাকে। ভোজনরসিক বাংলাদেশিদের কথা মাথায় রেখেই কই, রুই, কাতলা, ইলিশসহ হাওর ও সাগরের মাছ বিক্রির ওপর গুরুত্ব দিচ্ছে প্রিমিয়াম সুপারমার্কেট।
শুধু মাছই নয়, সেখানে মিলছে হালাল মাংস।
প্রিমিয়াম সুপারমার্কেটে আসা এক ক্রেতা টিবিএনকে জানান, দোকানটির দামের বিষয়টি অনন্য। প্রয়োজনের সবকিছুই এ দোকান থেকে পান তিনি।
আরেক ক্রেতা জানান, তিনি ঘন ঘন চেইন শপটিতে আসেন। জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং কর্মীরা খুবই আন্তরিক।
অন্য এক ক্রেতা জানান, এখানকার শাকসবজিগুলো বেশ সতেজ। কখনও কখনও তরতাজা জিনিস অন্য কোথাও পাওয়া যায় না। তখন এখানে আসাটা পছন্দ করেন তিনি।
ঐতিহ্যবাহী খাবার বিক্রি
মুড়ি, চিড়াসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাদ্যপণ্যও পাওয়া যাচ্ছে বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের প্রিমিয়াম সুপারমার্কেটে।
এ বিষয়ে বাংলাদেশি এক নারী বলেন, ‘দেখলাম মুড়ি চারটা পাঁচ টাকা (ডলার)। মুড়ি ছাড়া আমার চলেই না। তাই আরকি মুড়ি কিনলাম।’
বাংলাদেশি এক পুরুষ ক্রেতা বলেন, ‘প্রিমিয়ামের জিনিসপত্র খুবই ভালো, ফ্রেশ এবং আমাদের খুব ভালো লাগে এবং রিজনেবলি প্রাইসটাও খুবই কম্পিটিটিভ।’
অপর এক বাংলাদেশি বলেন, ‘কয়েকটা মাছ আমরা খুব মিস করি। বোয়াল মাছ, গাগট, আইড় মাছ যেটা বলে আর ট্যাংরা মাছ।’
২০২০ সাল থেকেই জ্যাকসন হাইটসকেন্দ্রিক বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটি চাহিদা পূরণে কাজ করে আসছে প্রিমিয়াম সুপারমার্কেট। গুণগত মান, সাশ্রয়ী দামসহ সেবার পরিসর বাড়ানোয় আস্থার জায়গা তৈরি হয়েছে বলে মনে করে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট একজন বলেন, ‘আজকে আমরা শাহী কালিজিরা চাল দিছি থার্টিন নাইনটিনাইন করে। মিডিয়াম এক্স টুফোর্টিফাইভ ডলার করে আমরা সেলে দিছি। স্যাটারডে স্পেশাল এবং আমাদের সানডেতে সিনিয়র সিটিজেন যেটা থাকে, থার্টি পারসেন্ট, টোয়েন্টি পারসেন্ট, টেন পারসেন্ট। বাংলাদেশি যে প্রোডাক্টগুলা আছে, ওগুলোর ওপরে আমরা প্রিমিয়াম স্পেশাল সেল রাখছি।
‘ইন্ডিয়ান এবং কিছু হোয়াইট স্প্যানিশ যারা আছেন, সবাই এসে আমাদের স্টোর নিয়ে খুব প্রশংসা করে।’
আগামী দিনগুলোতেও সেবার গুণগত মান বাড়াতে প্রিমিয়াম সুপারমার্কেট বদ্ধপরিকর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।