ভারতের উত্তর প্রদেশে খালে ঝাঁপ দিয়ে তিন সন্তানসহ প্রাণ হারিয়েছেন এক নারী।
স্বামীর সঙ্গে মারামারির পর ওই নারী এ সিদ্ধান্ত নেন বলে খবর পাওয়া গেছে।
এনডিটিভি রবিবার জানায়, রাজ্যের বান্দা জেলার রিসাউরা গ্রামে শনিবার ওই ঘটনা ঘটে।
প্রাণ হারানো চারজন হলেন রিনা এবং তার ৯ বছরের সন্তান হিমাংশু, পাঁচ বছরের আনশি ও তিন বছরের প্রিন্স।
এনডিটিভির খবরে উল্লেখ করা হয়, পারিবারিক একটি বিষয় নিয়ে শুক্রবার রাতে স্বামী অখিলেশের সঙ্গে রিনার মারামারি হয় বলে জানতে পারে পুলিশ। ওই ঘটনার পর তিনি স্বামীকে না জানিয়ে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
পুত্রবধূ ও তিন নাতি-নাতনি নিখোঁজ দেখে রবিবার সকালে রিনার শ্বশুর-শাশুড়ি তাদের খোঁজা শুরু করেন। এর একপর্যায়ে খালের পাড়ে গিয়ে তারা জামা, চুড়ি, ব্রেসলেট, চপ্পল ও অন্য কিছু সামগ্রী দেখতে পান। এর পরপরই তারা বিষয়টি পুলিশকে জানান।
নিখোঁজ লোকজন ঝাঁপ দিয়েছে সন্দেহ করে পুলিশ খালে ডুবুরি মোতায়েন করে। তল্লাশিতে অবেশেষে খালে সন্ধান মেলে দেহগুলোর। সেখান থেকে উদ্ধার করে সেগুলোকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
বান্দার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ জানান, তারা খালের পানির স্তর কমিয়ে আনেন এবং ডুবুরি মোতায়েন করেন। পাঁচ থেকে ছয় ঘণ্টা পর ওই নারী ও তার তিন সন্তানের মরদেহ পাওয়া যায়। এগুলো একসঙ্গে কাপড়ে বাঁধা ছিল।
এ কর্মকর্তা আরও জানান, দৃশ্যত ওই নারী তার স্বামীর সঙ্গে দ্বন্দ্বের পর রাতে বাড়ি থেকে বের হয়ে যান।
এ ঘটনায় ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।