ফ্লোরিডার একটি বাড়িতে ৯ শিশুকে নির্যাতনের অভিযোগে প্রাপ্তবয়স্ক চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কলাম্বিয়া কাউন্টি শেরিফ দপ্তরের বিবৃতির বরাতে এনবিসি নিউজ জানায়, ওই বাড়িতে থাকা ব্রায়ান ও জিল গ্রিফেথ দম্পতি এবং ২১ বছর বয়সী ড্যালিন ও ১৯ বছরের লিবার্টি গ্রিফেথকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে গুরুতর শিশু নির্যাতনের অভিযোগ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেইনেসভিল থেকে ৩৫ মাইলের মতো উত্তরপশ্চিমে ফ্লোরিডার ফোর্ট হোয়াইটের বাড়িটিতে সাত থেকে ১৬ বছরের শিশুদের নির্যাতন করা হয়। এ শিশুদের মধ্যে পাঁচজন জিলের ঔরসজাত সন্তান। বাকি চারজন দত্তক নেওয়া।
শেরিফের দপ্তর জানায়, চারজনের বিরুদ্ধে শিশুদের বেত্রাঘাতের পাশাপাশি বেডরুমে আটকে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে শিশুদের প্রেসক্রিপশনহীন ওষুধ দেওয়ার অভিযোগও আছে।
শেরিফের দপ্তর আরও জানায়, বাড়িতে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে মিথ্যাচার করতে শিশুদের নির্দেশনা দেওয়া হয়। পড়ালেখার জন্য তাদের স্কুলের যথাযথ সুবিধা দেওয়া হয়নি।
কর্তৃপক্ষ জানায়, বাড়িটি থেকে ৯ শিশুর প্রত্যেককে সরাতে আদেশ দিয়েছে আদালত।