পাওনা আদায়ে ব্রুকলিনে বাংলাদেশি রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে আন্দোলন

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫ ২০২৫, ২২:০০ হালনাগাদ: ডিসেম্বর ৬ ২০২৫, ০:৩৯

নিজেদের পাওনা আদায়ে মামলা করার পর মঙ্গলবার আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। ছবি: টিবিএন

নিজেদের পাওনা আদায়ে মামলা করার পর মঙ্গলবার আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। ছবি: টিবিএন

  • 0

এ অভিযোগে সিটির ডিপার্টমেন্ট অব লেবারে মামলা করলে রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে তিন মিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় দেয় আদালত।

কর্মচারীদের বেতন-ভাতা বুঝিয়ে না দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক সিটির এক বাংলাদেশি রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে।

নিজেদের পাওনা আদায়ে মামলা করার পর মঙ্গলবার আন্দোলনে নেমেছেন কর্মচারীরা।

এ কর্মসূচিতে যোগ দিয়ে সংহতি জানিয়েছেন বাংলাদেশি কাউন্সিলওম্যান শাহানা হানিফ।

সকালে সিটির ব্রুকলিনের সেভেন্থ অ্যাভিনিউতে ‘ইন্ডিয়ান স্পাইস’ নামের রেস্তোরাঁটির সামনে সমাবেশ করেন কর্মচারীরা।

তাদের ভাষ্য, ২০১৫ সালের দিকে কাজে যোগ দেওয়ার পর থেকে নানা সময় বেতন-ভাতা নিয়ে অনিয়ম করতেন রেস্তোরাঁর মালিক মরিয়ম খন্দকার, কিন্তু কোভিডের পরে রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করলেও কর্মচারীদের পাওনা বুঝিয়ে দেননি তিনি। ক্ষতিগ্রস্তদের এ বিষয়ে সহায়তা দিতে এগিয়ে আসে ‘ওয়ার্কার্স জাস্টিস প্রজেক্ট’ নামে সংগঠন।

এ অভিযোগে সিটির ডিপার্টমেন্ট অব লেবারে মামলা করলে রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে তিন মিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় দেয় আদালত।

আন্দোলন কর্মসূচিতে আসা কাউন্সিলওম্যান শাহানা হানিফ অবিলম্বে ক্ষতিগ্রস্তদের জরিমানার অর্থ বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।