জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি টিকাদান বাতিলের প্রস্তাব পাস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫ ২০২৫, ২৩:০১ হালনাগাদ: ডিসেম্বর ৬ ২০২৫, ০:৩২

অ্যামেরিকার পতাকার সামনে টিকার শিশি ও সিরিঞ্জ। ছবি: রয়টার্স

অ্যামেরিকার পতাকার সামনে টিকার শিশি ও সিরিঞ্জ। ছবি: রয়টার্স

  • 0

সিডিসির ভারপ্রাপ্ত পরিচালক জিম ও’নেইল শিগগিরই প্রস্তাবটি স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে।

কোনো শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যে সার্বজনীন হেপাটাইটিস বি টিকা দেওয়ার নিয়ম বাতিল করার সুপারিশ জানিয়েছে দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনস-সিডিসি।

সিডিসির অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেস-এসিআইপি আয়োজিত এক ভোটে ৮-৩ ব্যবধানে সার্বজনীন টিকা বাতিলের পক্ষে প্রস্তাব পাস হয়।

ভোটে পাস হওয়া প্রস্তাবগুলো হলো কোনো মা যদি হেপাটাইটিস বি আক্রান্ত না হন, তাহলে নবজাতককে টিকা দেওয়া হবে কি না, সেটি স্বাস্থ্য বিশেষজ্ঞ সিদ্ধান্ত নেবেন। জন্মের পরপর টিকা দেওয়ার প্রয়োজন না হলে ওই শিশুর বয়স কমপক্ষে দুই মাস না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না, তবে মা হেপাটাইটিস বি আক্রান্ত হলে প্রচলিত নিয়মে নবজাতককে ২৪ ঘণ্টার মধ্যে টিকা দেওয়া হবে।

একই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে হেপাটাইটিস বি আক্রান্ত হওয়ার রেকর্ড থাকলে কিংবা আক্রান্তের ঝুঁকি বেশি এমন দেশে অবস্থান করলে, নবজাতককে বিশেষ সতর্কতায় রাখা ও টিকা প্রদানে গুরুত্ব দেওয়ার কথা বলা হয় প্রস্তাবে।

৬-৪ ব্যবধানে পাস হওয়া অপর একটি প্রস্তাবে বলা হয়, বয়সে বড় শিশুদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার আগে শরীরে হেপাটাইটিস বির অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা অভিভাবক ও চিকিৎসকরা পরীক্ষা করবেন। আর কাজটি বিমার আওতায় আনা হবে।

সিডিসির ভারপ্রাপ্ত পরিচালক জিম ও’নেইল শিগগিরই প্রস্তাবটি স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে।