হেফাজতে কৃষ্ণাঙ্গের মৃত্যু: ৩ সাবেক পুলিশ অভিযুক্ত

টিবিএন ডেস্ক

মে ২৫ ২০২৩, ১৯:৫৭

হেফাজতে আসামিকে হত্যায় অভিযুক্ত তিন পুলিশ। ছবি: ডব্লিউজেটিভি

হেফাজতে আসামিকে হত্যায় অভিযুক্ত তিন পুলিশ। ছবি: ডব্লিউজেটিভি

  • 0

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ কেইথ মারিয়েলের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হলেন মিসিসিপি পুলিশের সাবেক তিন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে হত্যা ও নরহত্যার অভিযোগ তুলেছে গ্র্যান্ড জুরি।

মিসিসিপির জ্যাকসনের মেয়র চোকেয় অ্যান্টার লুমাম্বা বুধবার সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন

তিনি বলেছেন, মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন ঘটনার তদন্ত শেষ করেছে। গ্র্যান্ড জুরি গত ১২ মে ওই তিন অফিসারকে অভিযুক্ত করেছে। 

তারা হলেন, অ্যাভেরি উইলিস, কেনিয়া ম্যাকার্টি ও জেমন ল্যান্ড। গ্র্যান্ড জুরি জানিয়েছে, হেফাজতে নিয়ে মারিয়েলকে মাটিতে ফেলে হাতকড়া পরানোর চেষ্টা করছিলেন অফিসাররা। তাকে নিয়ন্ত্রণে নিতে কয়েকবার স্টান গান চালানো হয়।

গ্র্যান্ড জুরি উইলিস ও ম্যাকার্টির বিরদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডার ও ল্যান্ডের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ তুলেছে।

এই ঘটনাটি ঘটে ২০২২ সালের ৩১ ডিসেম্বর। সে রাতে মিসিসিপির জ্যাকসনে একটি হোটেলে অনুপ্রবেশের অভিযোগে মারিয়েলকে গ্রেফতার করে স্টেইট পুলিশ। হেফাজতে নেয়ার পর তার মৃত্যু হয়। পরে পুলিশের বডি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মারিয়েলকে চেপে ধরে ফেলে রেখে স্টান গানের শক দেয়া হচ্ছিল।

মারিয়ালের পরিবারের পক্ষ থেকে এ বছরের শুরুর দিকে ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা করা হলে তাদের চাকরিচ্যুত। পরে ম্যাকার্টি ও ল্যান্ডকে গ্রেফতার করা হয়। এখন তারা জামিনে আছেন। তবে উইলিসকে গ্রেফতার করা হয়নি।


0 মন্তব্য

মন্তব্য করুন