অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে জনপ্রিয় গায়িকার মৃত্যু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭ ২০২৫, ১১:৩৩

দুর্ঘটনার সময় গায়িকা তার মেয়ে এবং এক বন্ধুর সাথে বাড়িতে ছিলেন। ছবি: এন্টারটেইনমেন্ট নাও

দুর্ঘটনার সময় গায়িকা তার মেয়ে এবং এক বন্ধুর সাথে বাড়িতে ছিলেন। ছবি: এন্টারটেইনমেন্ট নাও

  • 0

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হয়।

মারা গেছেন তুরস্কের বিখ্যাত গায়িকা গুল টুট। শুক্রবার ভোরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ালোভাতে নিজের ষষ্ঠ তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে মারা যান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, গুল্লু নামে ব্যাপকভাবে পরিচিত গুল তুর্কি সঙ্গীতের একজন প্রিয় কণ্ঠস্বর ছিলেন। ৯০ দশক থেকে তিনি সঙ্গীত জগতে এক জনপ্রিয় নাম।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, ২৬শে সেপ্টেম্বর ভোরে হারমানলার পাড়ার ভ্যালি আকি স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটে। জরুরি পরিষেবা স্থানীয় সময় রাত ১ টা ২৮ মিনিটে একটি কল পায় এবং পুলিশ ও মেডিক্যাল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়।

প্যারামেডিকরা নিশ্চিত করেছেন যে গুল্লু ঘটনাস্থলেই মারা গেছেন। মৃতদেহ ময়াতদন্তের জন্য ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হসপিটালের মর্গে স্থানান্তর করা হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হয়।

গুল্লুর মেয়ে সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘আজ রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় আমরা আমার মা, প্রখ্যাত শিল্পী গুল্লুকে হারিয়েছি। সোশ্যাল মিডিয়ায় যে আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ছে তার কোনও সত্যতা নেই। আমি শীঘ্রই বিস্তারিত জানাবো।’

স্থানীয় কর্তৃপক্ষও জল্পনা-কল্পনা দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে। এক যৌথ বিবৃতিতে, ইয়ালোভা গভর্নরের কার্যালয় এবং নারসিক পুলিশ বিভাগ জানিয়েছে যে দুর্ঘটনার সময় গায়িকা তার মেয়ে এবং এক বন্ধুর সাথে বাড়িতে ছিলেন।

পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাবলিক প্রসিকিউটরের অফিস একটি তদন্ত শুরু করেছে। তারা জোর দিয়ে বলেছে যে ঘটনাটিকে আত্মহত্যা নয়, দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।