৩৫ বছর বয়সেই হৃদরোগে মৃত্যু ভারতের জনপ্রিয় গায়কের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২ ২০২৫, ৮:৫২ হালনাগাদ: ডিসেম্বর ২ ২০২৫, ১:৩৩

প্রয়াত জনপ্রিয় গায়ক। ছবি: আই স্টক

প্রয়াত জনপ্রিয় গায়ক। ছবি: আই স্টক

  • 0

মাত্র ১১ দিন আগেই গায়কের ইনস্টাগ্রামে সবশেষ পোস্টে স্ত্রীর সঙ্গে কারভা চৌথ উদযাপন করতে দেখা যায়।

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি সঙ্গীত মহল। তার মাঝেই আরও এক দুঃসংবাদ।

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা ঋিষাভ ট্যান্ডন। ৩৫ বছর বয়সী এই অভিনেতা স্টেজে ফাকির নামে বেশি পরিচিত ছিলেন।

পরিবারের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বাবা অসুস্থ থাকায় আগস্ট থেকে দিল্লিতেই ছিলেন এই গায়ক।

ঋিষাভ ট্যান্ডন ইয়েহ আশিকি এবং ইশক ফাকিরানা-এর মতো গানগুলোর জন্য পরিচিত ছিলেন। এ বছরের শুরুতে প্রকাশিত তার ইশক ফাকিরানা গানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

তিনি মুম্বাইতে স্ত্রী ও অভিনেত্রী-মডেল ওলেসিয়া নেদোবেগোভা ট্যান্ডনের সঙ্গে বসবাস করতেন।

মাত্র ১১ দিন আগেই গায়কের ইনস্টাগ্রামে সবশেষ পোস্টে স্ত্রীর সঙ্গে কারভা চৌথ উদযাপন করতে দেখা যায় ঋিষাভকে।

ব্যক্তিগত জীবন প্রায়শই সংবাদ শিরোনামে আসতেন ঋিষাভ। বিশেষ করে অভিনেত্রী সারা খান-এর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন আলোচনার বিষয় সামাজিক মাধ্যমে।

ঋিষাভ তার ইনস্টাগ্রাম পেজে ব্যক্তিগত ও পেশাদার জীবন উভয়ই ভক্তদের সাথে ভাগ করে নিতেন। পরিবার, স্ত্রী, পোষ্য প্রাণী, রেকর্ডিং সেশন, মিউজিক জ্যাম, রোড ট্রিপ ও ছুটির মুহূর্তগুলোর ছবি এবং ভিডিও শেয়ার করতেন প্রায়ই।