নর্থ ক্যারোলাইনায় এক হাসপাতালে শনিবার দায়িত্বরত অবস্থায় গুলিতে নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
গার্নার পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, ওয়েকমেড ক্যাম্পাস পুলিশ অফিসার ৫৯ বছর বয়সী রজার স্মিথ সকাল ৯টার দিকে গার্নারের ওয়েকমেড গার্নার হেলথপ্লেক্স হসপিটালের জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন। এসময় হাসপাতালের লবিতে তাকে গুলি করা হয়।
এ ঘটনায় ২৯ বছর বয়সী বেনজি মার্টিন জুনিয়র নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত গার্নারেরই বাসিন্দা, বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
গার্নার পুলিশ জানায়, ঘটনাস্থলে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অফিসার স্মিথকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, স্মিথের সাহসী পদক্ষেপের কারণে বড় ধরণের ক্ষতি বা প্রাণহানি থেকে সবাই রক্ষা পেয়েছে।
গার্নার পুলিশ প্রধান ক্রিস অ্যাডামস এক বিবৃতিতে বলেন, ‘অফিসার স্মিথ তার পুরো ক্যারিয়ারজুড়ে অন্যদের সুরক্ষায় নিজেকে উৎসর্গ করেছেন। শেষ মুহূর্তেও তিনি নিজের জীবনের চেয়ে অন্যদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়েছেন।’
তিনি স্মিথের পরিবার, ওয়েকমেড ক্যাম্পাস পুলিশ ডিপার্টমেন্ট এবং হাসপাতালের সব কর্মীর প্রতি গভীর সমবেদনা জানান।
নর্থ ক্যারোলাইনার গভর্নর জশ স্টেইন সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা প্রতিনিয়ত নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে আমাদের নিরাপদ রাখেন। অফিসার স্মিথের এই ত্যাগের জন্য আমরা চিরকৃতজ্ঞ। এই কঠিন সময়ে তার পরিবার ও ওয়েকমেড কমিউনিটির জন্য সবাই প্রার্থনা করুন।’