
এবার শিকাগোতে আইসের হাতে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

টিবিএন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮ ২০২৫, ৮:১২

গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তা রাডুলে বোজোভিক। ছবি: সিএনএন
- 0
আগস্ট মাসে তাদের ফেসবুক পোস্টে বলেছে, বোজোভিক সম্প্রতি সাবার্বান ল’ এনফোর্সমেন্ট অ্যাকাডেমি থেকে স্নাতক হয়েছেন।
শিকাগো শহরতলির হ্যানোভার পার্ক থেকে বৃহস্পতিবার সকালে আইস এজেন্টরা পুলিশ কর্মকর্তা রাডুলে বোজোভিককে গ্রেপ্তার করেছে। তাদের অভিযোগ, তিনি মন্টেনেগ্রো থেকে আসা অবৈধ অভিবাসী।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্ট্মেন্ট জানায়, ২০১৫ সালে কর্মকর্তা রাদুল বোজোভিকের পর্যটন ভিসার মেয়াদ শেষ হয়। এরপরেও তিনি দেশে বসবাস করছিলেন।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্ট্মেন্টের তথ্য অনুযায়ী, বোজোভিককে ইলিনয়ে আইস এর অভিবাসন সংক্রান্ত অভিযান চলাকালীন সময়ে আটক করা হয়েছে।
সিএনএন জানায়, হ্যানোভার পার্ক পুলিশ ডিপার্টমেন্ট আগস্ট মাসে তাদের ফেসবুক পোস্টে বলেছে, বোজোভিক সম্প্রতি সাবার্বান ল’ এনফোর্সমেন্ট অ্যাকাডেমি থেকে স্নাতক হয়েছেন। পোস্টে আরও বলা হয় তিনি হ্যানোভার পার্ক কমিউনিটিকে সেবা দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ১৫ সপ্তাহের ফিল্ড প্রশিক্ষণ ও মূল্যায়ন শুরু করেছেন।
ডিএইচএস এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলাফলিন বৃহস্পতিবার সিএনএন–কে বলেন, ‘রাডুলে বোজোভিক আমাদের দেশের আইন ভঙ্গ করেছেন এবং দশ বছর ধরে অ্যামেরিকায় অবৈধভাবে বসবাস করছেন।’
তিনি প্রশ্ন তুলে বলেন, কোন ধরনের পুলিশ ডিপার্ট্মেন্ট অপরাধী অবৈধ অভিবাসীদের ব্যাজ ও বন্দুক দেয়? বিদেশিদের বন্দুক রাখা একটি অপরাধ। একজন আইনপ্রয়োগকারী কর্মকর্তা যিনি সক্রিয়ভাবে আইন ভঙ্গ করছেন।”
হ্যানোভার পার্ক মেয়র রডনি ক্রেগ জানান, গ্রাম প্রশাসন বোজোভিকের অভিবাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। যদি তাকে অ্যামেরিকা থাকার অনুমতি দেওয়া হয় এবং কাজ করার অনুমোদন থাকে, তবে তিনি পুনরায় পুলিশ ডিপার্টমেন্টে পূর্ণ দায়িত্বে ফিরবেন।
মেয়র রডনি ক্রেগ বলেন, বোজোভিককে নিয়োগের আগে গ্রাম প্রশাসন নিশ্চিত করেছিল যে তিনি অ্যামেরিকায় কাজ করার বৈধ অনুমোদন পেয়েছেন।
তিনি আরও যোগ করেন, এফবিআই এবং ইলিনয়েস স্টেট পুলিশ নিয়োগের আগে যাচাই বাছাই প্রক্রিয়ায় তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক ইতিহাস পায়নি। যদি অফিসার বোজোভিকের ফেডারেল কাজের অনুমতি না থাকতো, তাকে নিয়োগ দেওয়া হতো না।