সৌদিতে পৌঁছানোর ৯০ দিন পর্যন্ত ওমরাহ ভিসার মেয়াদ

টিবিএন ডেস্ক

মে ১ ২০২৩, ২০:০৮

ছবি: সৌদি অ্যারাবিয়া ই-ভিসা

ছবি: সৌদি অ্যারাবিয়া ই-ভিসা

  • 0

ওমরাহ পালন অথবা মক্কা-মদিনা পরিদর্শনের জন্য দেয়া ৯০ দিনের ভিসার মেয়াদ এখন থেকে সৌদি আরবে পৌঁছানোর দিন থেকে শুরু হবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

ভিসার বৈধ সময়কাল মেনে চলার ওপর জোর দিয়ে মন্ত্রী এক টুইটারে লিখেছেন, ‘সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে শুরু হবে ওমরাহ ভিসার মেয়াদ।‘ 

সৌদি আরবে ২১ এপ্রিল শুরু হয়েছে শাওয়াল মাস। এপ্রিলের শুরুতেই শাওয়াল মাসে মসজিদুল হারামে ওমরাহ পালনের রিজার্ভেশন নেয়া শুরু হয়েছে। 

নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনে ইচ্ছুক মুসলমানদেরকে প্রয়োজনীয় ভিসা এবং অনুমতি বিষয়ক সহায়তা দেয়া হয়। এছাড়া ইলেক্ট্রনিকভাবে ওমরাহ সম্পর্কিত প্যাকেজ বুক করা এবং সৌদি আরবের বিভিন্ন পবিত্র স্থান ঘুরে দেখতে সাহায্য করে এই অ্যাপ। 

সৌদি কর্তৃপক্ষ জানায়, ওমরাহ পালনের জন্য ইলেকট্রনিক পারমিট নেয়া বাধ্যতামূলক।

এই পারমিট নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে পাওয়া যায়। 

পারমিট লাভের শর্ত অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই কোভিড নাইন্টিন সংক্রমণমুক্ত হতে হবে। 

একটি ই-অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত, পরিদর্শন এবং পর্যটন ভিসার মতো বিভিন্ন ধরনের ভিসায় সৌদি আরবে প্রবেশকারী মুসলমানদের ওমরাহ পালন এবং মদিনায় মসজিদে নববীতে রাসুল মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সমাধি-আল রাওদা আল শরিফা দেখার অনুমতি দেয়া হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন