ম্যান সিটি থেকে বিনামূল্যে বার্সেলোনায় যোগ দিচ্ছেন গুন্দোয়ান

টিবিএন ডেস্ক

জুন ২২ ২০২৩, ৫:১২

জার্মানি জাতীয় দলের জার্সিতে ইলকায় গুন্দোয়ান। ছবি: টুইটার

জার্মানি জাতীয় দলের জার্সিতে ইলকায় গুন্দোয়ান। ছবি: টুইটার

  • 0

দলবদলের মৌসুমে প্রথম বড় নামকে নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি থেকে বিনামূল্যে ইলকায় গুন্দোয়ানকে দলে টেনেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

জার্মান এ মিডফিল্ডারের সঙ্গে ৩০ জুন চুক্তি শেষ হচ্ছে ম্যান সিটির। ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না এমনটা আগেই জানিয়েছিলেন গুন্দোয়ান।

ফলে, কোনো ট্র্যান্সফার ফি ছাড়াই বার্সেলোনায় যোগ দিচ্ছেন তিনি। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বার্সার খেলোয়াড় হয়ে যাবেন ৩২ বছর বয়সী এ তারকা।

সিটি থেকে গুন্দোয়ানের বার্সেলোনায় যোগ দেয়ার খবরটি নিশ্চিত করেছেন ইউরোপিয়ান ট্র্যান্সফার বিশেষজ্ঞ ফ্রাব্রিজিও রোমানো।

রোমানো এক টুইটে আরও জানান, দুই পক্ষের মধ্যে সবকিছুই চূড়ান্ত। দুয়েক দিনের মধ্যেই আসতে পারে ঘোষণা।

২০১৬ সালে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গুন্দোয়ান। ইংলিশ জায়ান্টদের হয়ে ৩০৪ ম্যাচে ৬০টি গোল করেছেন তিনি।

সিটির হয়ে একটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ১৪টি ট্রফি জিতেছেন গুন্দোয়ান।


0 মন্তব্য

মন্তব্য করুন