খেলার মাঝেই আতঙ্ক, গলফ মাঠে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮ ২০২৫, ৬:৪৭

বিমানটি সবুজ ঘাসের ওপর দিয়ে পিছলে যায়। ছবি: সেভেন নিউজ

বিমানটি সবুজ ঘাসের ওপর দিয়ে পিছলে যায়। ছবি: সেভেন নিউজ

  • 0

দুর্ঘটনার সময় বিমানটিতে একজন পাইলট প্রশিক্ষক এবং তার ছাত্র ছিলেন।

অস্ট্রেলিয়ার সিডনির একটি গলফ কোর্সে রোববার বিকেলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে ৫০ বছর বয়সী দুজন পুরুষ ছিলেন।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় গলফ খেলোয়াড়রা মাঠে খেলা চালিয়ে যাচ্ছিলেন, এসময় বিমানটি সবুজ ঘাসের ওপর দিয়ে পিছলে যায়। এতে বিমানের চাকা খুলে যায় এবং ঢালে গিয়ে দুর্ঘটনা ঘটে।

দ্য এনওয়াই পোস্ট জানায়, ভিডিওতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ পথ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

দুর্ঘটনার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে সাহায্যের জন্য বিধ্বস্ত বিমানটির দিকে ছুটে যান।

ফ্লাইট রেকর্ড অনুযায়ী, পাইপার চেরোকি বিমানটিকে স্থানীয় সময় দুপুর ২টার দিকে মোনা ভ্যালের মোনা ভ্যাল গলফ কোর্সে জরুরি অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি দুপুর ১টার দিকে ক্যামডেন থেকে ছেড়েছিল এবং ওলংগংয়ে অবতরণের কথা ছিল।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এর একজন মুখপাত্র জানান, দুর্ঘটনার সময় বিমানটিতে একজন পাইলট প্রশিক্ষক এবং তার ছাত্র ছিলেন।

নিউ সাউথ ওয়ালস অ্যাম্বুলেন্স ইন্সপেক্টর ক্রিস পেক ওয়ান নিউজকে জানান, আহতদের নর্থ শোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। বর্তমানে আহত দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।