জার্মানিতে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন যারা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১ ২০২৫, ৯:৪৩

জার্মানিতে স্থায়ীভাবে থাকার সবচেয়ে নিরাপদ উপায়গুলোর একটি হলো সেটেলমেন্ট পারমিট। ছবি: এনডিটিভি

জার্মানিতে স্থায়ীভাবে থাকার সবচেয়ে নিরাপদ উপায়গুলোর একটি হলো সেটেলমেন্ট পারমিট। ছবি: এনডিটিভি

  • 0

জার্মানিতে যদি আপনার ৩ বছর ধরে বৈধ আবাসিক অনুমতি থাকে, তাহলে আপনি স্থায়ীভাবে থাকার সুযোগ পেতে পারেন।

জার্মানিতে স্থায়ীভাবে থাকার সবচেয়ে নিরাপদ উপায়গুলোর একটি হলো সেটেলমেন্ট পারমিট। এতে করে আপনি কোনো বাধা ছাড়া পরিবারের সঙ্গে থাকতে পারবেন এবং চাকরি কিংবা নিজে ব্যবসা – যেকোনোভাবে কাজ করতে পারবেন।

আপনি যদি ইতোমধ্যেই জার্মানিতে অস্থায়ী ভিসায় থেকে থাকেন তাহলে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন আপনিও।

জার্মানির রেসিডেন্স আইন অনুযায়ী, আপনি যদি দেশটির দক্ষ কর্মী শ্রেণির আওতায় পড়েন তবে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন।

দক্ষ কর্মী কারা:

জার্মান বা স্বীকৃত বিদেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি

গার্হস্থ্য বা সমমানের বৃত্তিমূলক প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি

একজন ইইউ ব্লু কার্ডধারী

নির্দেশিকা (ইইউ) ২০১৬/৮০১ এর অধীনে একজন আন্তর্জাতিক গবেষক

সাধারণ যোগ্যতা:

দক্ষ কর্মী হিসেবে অনুমতি পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য, আপনাকে নিম্নলিখিত মানদণ্ডগুলো পূরণ করতে হবে:

জার্মানিতে যদি আপনার ৩ বছর ধরে বৈধ আবাসিক অনুমতি থাকে, তাহলে আপনি স্থায়ীভাবে থাকার সুযোগ পেতে পারেন। এই অনুমতির নিয়ম চার ভাগে বিভক্ত।

প্রথমত, জার্মানির আইনের ধারা ১৮ক এর অধীনে যারা কোনো বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়েছেন এবং সেটি জার্মানিতে স্বীকৃত হয়েছে।

দ্বিতীয়ত, ধারা ১৮খ – যাদের কাছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে (জার্মান বা স্বীকৃত বিদেশি ডিগ্রি)।

তৃতীয়ত, ধারা ১৮ঘ – যারা গবেষণা বা পড়াশোনার কাজে জার্মানিতে এসেছেন।

চতুর্থত, ধারা ১৮গ/জি – যারা ইইউ ব্লু কার্ড পেয়েছেন। সাধারণত যারা উচ্চ যোগ্যতাসম্পন্ন এবং ভালো চাকরির অফার পান।

মানে, এই চারটির যেকোনো একটার অধীনে তিন বছর ধরে থাকলে আপনি স্থায়ী আবাসনের আবেদন করতে পারবেন।

এছাড়া আপনাকে নিজের খরচ চালাতে সক্ষম হতে হবে, যেন সরকারি সুবিধার ওপর নির্ভর করতে না হয়।

অন্তত ৩৬ মাস ধরে পেনশন বীমায় (বাধ্যতামূলক বা স্বেচ্ছাসেবী) টাকা জমা দিতে হবে।

আপনার থাকতে হবে একটি বৈধ চাকরি, যা আপনার বসবাসের অনুমতির সঙ্গে সম্পর্কিত।

এছাড়া, আপনার জার্মান ভাষায় অন্তত বি১ স্তরের দক্ষতা থাকতে হবে। জার্মানির আইন, সমাজ ও জীবনযাত্রা সম্পর্কেও মৌলিক জ্ঞান থাকা জরুরি, যা সাধারণত ‘লাইফ ইন জার্মানি’ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হয়। একই সঙ্গে, আপনার এবং পরিবারের জন্য পর্যাপ্ত থাকার জায়গা থাকতে হবে।

এই শর্তগুলো পূরণ করলে, পরের ধাপ হলো স্থানীয় অভিবাসন অফিসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। সেখানে তারা আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নির্দেশনা দেবে।

কিছু ক্ষেত্রে এই প্রক্রিয়া দ্রুত সময়ে হয়ে থাকে যেমন-

ইইউ ব্লু কার্ডধারীদের জন্য

ইইউ ব্লু কার্ডধারীদের জন্য, যোগ্য কর্মসংস্থান এবং পেনশন অবদানের ২৭ মাসের পর সেটেলমেন্ট পারমিট পাওয়া সম্ভব। যদি আপনার জার্মান ভাষার দক্ষতা বি১ স্তরে থাকে তাহলে সময় কমে ২১ মাসে নেমে আসে।

এছাড়া আপনাকে পর্যাপ্ত আয়, থাকার জায়গা এবং জার্মান আইন ও সমাজের মৌলিক জ্ঞান দেখাতে হবে।

জার্মান বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য, দক্ষ কর্মী হিসেবে মাত্র দুই বছর কাজ করার পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায়।

এছাড়া কমপক্ষে ২৪ মাসের পেনশন দেয়ার সক্ষমতা থাকতে হবে। জার্মান ভাষায় বি১ স্তরের দক্ষতা থাকতে হবে এবং পর্যাপ্ত থাকার জায়গা ও জীবিকার প্রমাণ দেখাতে হবে।

উচ্চ যোগ্যতাসম্পন্ন পেশাদারদের জন্য

বিশেষজ্ঞ বিজ্ঞানী, সিনিয়র স্তরের শিক্ষক, অথবা কয়েক বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের তাৎক্ষণিকভাবে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হতে পারে - ন্যূনতম থাকার সময়সীমা ছাড়াই। এজন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা, পেশাদার হিসেবে সঠিক প্রমাণ প্রদান করতে হবে এবং প্রমাণ করতে হবে যে আপনি রাষ্ট্রীয় সহায়তা ছাড়াই জার্মানিতে থাকতে সক্ষম হবেন।

স্ব-কর্মসংস্থানকারী ব্যক্তিদের জন্য

যদি আপনি ধারা ২১ এর অধীনে বৈধ পারমিট নিয়ে জার্মানিতে নিজেই আপনার ব্যবসা বা পেশা পরিচালনা করেন তাহলে আপনি ৩ বছর পর সেটেলমেন্ট পারমিটের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে আপনার ব্যবসায়িক অবস্থা স্থিতিশীল এবং ভবিষ্যতে আরও বিকাশের সম্ভাবনা রয়েছে। এবং আপনি এবং আপনার পরিবার জার্মানিতে আর্থিকভাবে নিরাপদ।

দক্ষ কর্মীদের স্বামী/স্ত্রীর জন্য

স্বামী বা স্ত্রী/জীবনসঙ্গী স্বতন্ত্রভাবে স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন

সেক্ষেত্রে প্রথমত, তাদের সঙ্গীর কাছে ইতিমধ্যেই ধারা ১৮ঘ-এর অধীনে সেটেলমেন্ট পারমিট থাকতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর নিজের কমপক্ষে ৩ বছর ধরে বসবাসের অনুমতি থাকতে হবে। তৃতীয়ত, বৈধ কাজের অনুমতির সঙ্গে সপ্তাহে কমপক্ষে ২০ ঘন্টা কাজ করতে হবে। এছাড়া, দম্পতি হিসেবে একসাথে থাকতে হবে এবং জার্মান ভাষায় বি১ স্তরের দক্ষতা থাকতে হবে।

আবেদনের খরচ

জার্মানিতে স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদনের খরচ সাধারণত ইউরো ১১৩ থেকে ইউরো ১৪৭ পর্যন্ত হয় যা বাংলাদেশি মুদ্রায় ১৬০৯০ থেকে ২০৯০০ টাকা পর্যন্ত হতে পারে। আপনার কাজের প্রোফাইলের উপর নির্ভর করে ফি পরিবর্তিত হয়। যেমন দক্ষ কর্মী বা উচ্চ যোগ্যতাসম্পন্ন পেশাদারের ক্ষেত্রে এই আবেদন ফি অন্যান্য সম্ভাব্য খরচ যেমন অনুবাদ, ভাষা পরীক্ষার ফি এবং স্বাস্থ্য বীমা প্রিমিয়াম থেকে আলাদা যা আপনার আবেদনের জন্যও প্রয়োজন হতে পারে।