গৃহহীনদের আশ্রয় দিতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে যে পরিকল্পনা মামদানির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০ ২০২৫, ১:৩৮

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত জোরান মামদানি। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত জোরান মামদানি। ছবি: রয়টার্স

  • 0

মামদানি জানান, তারা প্রতিবন্ধকতা বাদ দেওয়ার উপায় খুঁজে বের করেছেন। সেই সঙ্গে আবাস প্রকল্পের জন্য ফেডারেল তহবিল নিশ্চিত করতে আলোচনা হয়েছে।

নিউ ইয়র্ক সিটিতে সবার জন্য সাশ্রয়ী আবাস ছিল মেয়র পদে নির্বাচিত জোরান মামদানির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।

জয় লাভের পর থেকে বিভিন্ন সময় এ বিষয়ে সোচ্চার হতে দেখা যায় মামদানিকে। যা থেকে শুরু হয় আলোচনা, প্রশংসা ও বিতর্ক।

এবার গৃহহীনদের আশ্রয় নিশ্চিত করতে নিউ ইয়র্ক সিটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এ নেতা।

আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার মামদানি সিটির প্রভাবশালী ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সেখানে গৃহহীনদের স্থায়ী আশ্রয় নির্মাণের পেছনে যেসব জটিলতা আছে, সেগুলো বাদ দেওয়ার উপায় আলোচনা করা হয়।

মামদানি জানান, তারা প্রতিবন্ধকতা বাদ দেওয়ার উপায় খুঁজে বের করেছেন। সেই সঙ্গে আবাস প্রকল্পের জন্য ফেডারেল তহবিল নিশ্চিত করতে আলোচনা হয়েছে।

মামদানি বলেন, ‘একটি সাশ্রয়ী আবাসন ইউনিট পূর্ণ করতে ২৫৬ দিন সময় নেওয়া হয়। নিউ ইয়র্ক সিটির মতো ব্যয়বহুল শহরে এটি সবচেয়ে দ্রুত হওয়ার কথা।’

এর আগে পুলিশের গৃহহীনদের উচ্ছেদ অভিযান বন্ধ করতে পদক্ষেপ নিবেন বলে জানান মামদানি। তার এ বক্তব্য ওই সময় তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।