গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১ ২০২৫, ২০:৫১

নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি জুলিয়ানি। ছবি: পিপল

নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি জুলিয়ানি। ছবি: পিপল

  • 0

সাবেক মেয়রের মুখপাত্র জানান, শনিবারের ওই দুর্ঘটনায় জুলিয়ানির মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি অন্যভাবে আহত হন তিনি।

গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি জুলিয়ানি।

সাবেক মেয়রের মুখপাত্র জানান, শনিবারের ওই দুর্ঘটনায় জুলিয়ানির মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি অন্যভাবে আহত হন তিনি।

আইউইটনেস নিউজ জানায়, নিউ হ্যাম্পশায়ারে দুর্ঘটনাটি ঘটে। এর আগে পারিবারিক সহিংসতার শিকার হওয়া এক নারী জুলিয়ানিকে থামতে বলেছিলেন বলে খবর পাওয়া যায়।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, মহাসড়কে ভ্রমণের সময় উচ্চগতির একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয় জুলিয়ানিকে বহনকারী গাড়িটিকে।

দুর্ঘটনায় গুরুতর আহত সাবেক মেয়রকে নেওয়া হয় নিকটস্থ একটি ট্রমা সেন্টারে। সেখানে তার দেহের হাড় ভাঙা এবং একাধিক ক্ষত ও কালশিটে দাগ পাওয়া যায়।

এ ছাড়া জুলিয়ানির বাম হাত ও একটি পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়।