নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেথপেজের একটি ডেলি শপে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার জের ধরে বৃদ্ধ মা-বাবাকে হত্যা করেছেন তাদের ছেলে সন্তান।
আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার পরপরই হিকসভিলে সড়কে এ অ্যান্ড এ ইতালিয়ান ডেলি অ্যান্ড পিৎজা শপে এ ঘটনা ঘটে।
নাসাউ কাউন্টি পুলিশ জানায়, মা-বাবাকে হত্যাকারী ওই ব্যক্তি হলেন ভিটো ডামব্রোসিও। তার বিরুদ্ধে অনেক সহিংস কর্মকাণ্ডের রেকর্ড আছে।
পুলিশ আরও জানায়, নভেম্বর মাসে পারিবারিক বিষয় নিয়ে ভাই-বোনের সঙ্গে কলহে জড়িয়ে পড়েন ভিটো। এতে তার পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে।
ওই সময় ভিটোর উগ্র স্বভাব জেনে তার বিরুদ্ধে আগেই আদালত থেকে একটি সুরক্ষা আদেশ নিয়ে রেখেছিলেন সহোদর ভাই ও বোন।
এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন সকালে ডেলি শপে হাজির হন সন্দেহভাজন।
ভিটোর বাবা অ্যান্টোনিও ডামব্রোসিও (৭০) ও মা অ্যাঞ্জেলা পুলিসসিয়ানো (৬২) তখন দোকানটিতে কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় বাবা-মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছেলে।
কথাকাটাকাটির একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে প্রথমে মাকে জখম করেন ভিটো। পরে বাবাকেও একাধিকবার ছুরিকাঘাত করেন।
জো বোরোস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমার ৯৭ বছরের জীবনে সবচেয়ে বাজে ঘটনার সাক্ষী হয়েছি। আমি দেখলাম হামলার পর ছেলেটি হেঁটে বের হয়ে বলছে, ‘আমি আমার মা-বাবাকে ছুরিকাঘাত করেছি।’”