পাকিস্তান, আফগানিস্তান সংঘাতে ২৫০ জনের বেশি নিহতের দাবি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২ ২০২৫, ১৮:০৭

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ২০১৭ সালের ১৮ অক্টোবর সীমান্ত বেড়া সংলগ্ন কিত্তন চৌকিতে পাহারায় এক পাকিস্তানি সেনা। ছবি: রয়টার্স

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ২০১৭ সালের ১৮ অক্টোবর সীমান্ত বেড়া সংলগ্ন কিত্তন চৌকিতে পাহারায় এক পাকিস্তানি সেনা। ছবি: রয়টার্স

  • 0

আফগানিস্তানের অভ্যন্তরে বৃহস্পতিবার বিস্ফোরণের পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দেশটির সংঘাত শুরু হয়। বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার।

আন্তসীমান্ত সংঘর্ষে ২০০ জনের বেশি আফগান যোদ্ধা হত্যার দাবি করেছে পাকিস্তান।

অন্যদিকে আফগানিস্তানের দাবি, সংঘাতে নিহত পাকিস্তানি সেনার সংখ্যা ৫৮।

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রবিবার জানান, দেশটির আক্রমণে পাকিস্তানের ৩০ সেনা আহত হয়েছেন। এ ছাড়া আফগানিস্তানের হাতে এসেছে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পাকিস্তানি অস্ত্র।

আল জাজিরা জানায়, আফগান যোদ্ধা নিহতের সংখ্যা নিয়ে পাকিস্তানের দাবি নাকচ করেন জাবিহুল্লাহ মুজাহিদ।

তার দাবি, রাতের অভিযানে ৯ তালেবান সেনা নিহত ও প্রায় এক ডজন আহত হয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, সংঘর্ষে তাদের ২৩ ‘সাহসী সন্তান’ নিহত হয়েছেন।

অন্যদিকে সীমান্ত বন্ধ করার কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

আফগানিস্তানের অভ্যন্তরে বৃহস্পতিবার বিস্ফোরণের পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দেশটির সংঘাত শুরু হয়। বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার।

পাকিস্তানের অভ্যন্তরে হামলাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে তালেবান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ ইসলামাবাদের। এ নিয়ে কাবুলের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে টানাপোড়েন চলছে কয়েক মাস ধরে, যার সবচেয়ে বড় বৃদ্ধি দেখা গেল গত কয়েক দিনে।

দুই পক্ষের উত্তেজনার মধ্যে রবিবার তালেবান জানায়, কুনার ও হেলমান্দ প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তানের তিনটি সীমান্ত চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে আফগানিস্তান।

এর আগে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খারিজমি শনিবার রাতে দাবি করেন, আফগানিস্তানের আকাশসীমা বারবার লঙ্ঘন ও বিমান হামলার জবাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ‘সফল প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে তালেবান বাহিনী।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রবিবার জানায়, দেশটির সেনারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত চৌকি দখল করেছে। সেসব চৌকিতে আফগান তালেবান সেনারা নিহত বা পালিয়ে গেছেন।