কলাম্বিয়া ডিস্ট্রিক্টের মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনের সময় মঙ্গলবার রাত ১টার দিকে ইউএস ক্যাপিটালের উত্তর-পূর্বের মিড স্ট্রিটে গুলির ঘটনা ঘটে।
মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রাথমিক তদন্তে অ্যাসিসট্যান্ট চিফ লেসলি পার্সন্স বলেন, ‘একটি গাঢ় রঙের চলন্ত এসইউভি থেকে ফোর্থ অফ জুলাই উদযাপনের জন্য বাইরে থাকা মিড স্ট্রিট্রের বাসিন্দাদের উপর গুলি চালায় সন্দেহভাজন অস্ত্রধারী। এরপর অতি দ্রুত গতিতে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে যায়।
পার্সন্স জানান, আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৯ ও ১৭ বছর বয়সী দুই শিশু রয়েছে।
পুলিশের ধারণা, এটি একটি সুনির্দিষ্ট হামলার ঘটনা। সন্দেহভাজন হামলাকারী ও ব্যবহৃত গাড়িটি খুঁজছে পুলিশ।