রেনান লোদির চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্সেই। তবে স্থানীয় দৈনিক লা প্রোভিন্সের সূত্র অনুযায়ী, পাঁচ বছরের চুক্তিতে ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে লোদি ক্লাবটিতে যোগ দিয়েছেন।
গত মৌসুমে ধারে প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টে খেলেছেন ২৫ বছর বয়সী এই লেফট-ব্যাক।
অ্যাথলেটিকোর হয়ে ২০২১ সালে স্প্যানিশ শিরোপা জেতা লোদি ব্রাযিলের জার্সি গায়ে এ পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি এবারের ট্রান্সফার উইন্ডোতে মার্সেইর দ্বিতীয় রিক্রুট।
এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে মিডফিল্ডার জিওর্ফি কোনডোগবিয়াকে নেয় ফ্রেঞ্চ ক্লাবটি।
এক বছরের মেয়াদ শেষে গত লিগের পর আইগোর টুডো-র ক্লাব ছাড়ায়, গত মাসে ক্লাবে নতুন কোচ হিসেবে স্প্যানিয়ার্ড মার্সেলিনোর নাম ঘোষনা করে মার্সেই।