ওরেগন রিপাবলিকানদের ওয়াকআউট অব্যাহত

টিবিএন ডেস্ক

মে ৯ ২০২৩, ২০:৪৪

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

গান সেইফটি, অ্যাবরশন রাইটস ও সেক্স রিঅ্যাসাইনমেন্ট হেলথ কেয়ার বিল অনুমোদনে দেরি হওয়ায় পঞ্চম দিনের মতো ওয়াকআউট করেছেন ওরেগন সেনেটের রিপাবলিকানরা।

কোরাম পূরণ না হওয়ায় সোমবার সকাল পর্যন্ত সেনেট মুলতবি রাখেন প্রেসিডেন্ট রব ওয়াগনার।

রিপাবলিকানরা এর আগেও ওয়াকআউট করেছেন। তবে গত বছরের নভেম্বরের নতুন সংশোধন অনুযায়ী এ বছর ১০ আইন প্রণয়নকারী অনুপস্থিত থাকায় ফের নির্বাচনের যোগ্যতা হারিয়েছেন।

মন্টানা ও টেনেসিসহ বেশ কয়েকটি স্টেইট হাউযে কনজারভেটিভস ও উদারপন্থিদের দ্বন্দ্বের কারণে এ বয়কটের ঘোষণা আসে। ওরেগন এখন পোর্টল্যান্ডের লিবারেল পপুলেশন সেন্টারস ও ইউজিনের কনজারভেটিভ রুরাল এরিয়াতে বিভক্ত হয়ে পড়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন