কোরাম পূরণ না হওয়ায় সোমবার সকাল পর্যন্ত সেনেট মুলতবি রাখেন প্রেসিডেন্ট রব ওয়াগনার।
রিপাবলিকানরা এর আগেও ওয়াকআউট করেছেন। তবে গত বছরের নভেম্বরের নতুন সংশোধন অনুযায়ী এ বছর ১০ আইন প্রণয়নকারী অনুপস্থিত থাকায় ফের নির্বাচনের যোগ্যতা হারিয়েছেন।
মন্টানা ও টেনেসিসহ বেশ কয়েকটি স্টেইট হাউযে কনজারভেটিভস ও উদারপন্থিদের দ্বন্দ্বের কারণে এ বয়কটের ঘোষণা আসে। ওরেগন এখন পোর্টল্যান্ডের লিবারেল পপুলেশন সেন্টারস ও ইউজিনের কনজারভেটিভ রুরাল এরিয়াতে বিভক্ত হয়ে পড়েছে।